স্কুলে ঢুকে নবম শ্রেনীর ছাত্রকে মারধর করার অভিযোগ উঠলো তৃনমূল নেতার বিরুদ্ধে

বাংলা হান্ট ডেস্ক: স্কুলে ঢুকে এক নবম শ্রেনীর ছাত্র কে মারধর করার অভিযোগ উঠলো এক তৃনমূল নেতার বিরুদ্ধে। তৃণমূল নেতা কে গ্রেপ্তারের দাবিতে স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এই স্কুলেরই ছাত্র ছাত্রীরা। তারা স্কুলে তালা ঝুলিয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের না ঢুকতে দিয়ে হাতে পোষ্টার নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন।

এই ঘটনার জেরে এলাকায় স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ছাএরা হুগলীর আরামবাগ কলকাতা রাজ্য সড়কে অবরোধে বসে পড়েন।এতে সমস্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্যাপক বিশৃংখলার সৃষ্টি হয়। পরিস্থতি সামাল দিতে ঘটনা স্থলে আসেন পুরশুড়া থানার পুলিশ এবং আরামবাগের এস ডি পি ও সহ বিশাল পুলিশ বাহিনী।নামানো হয় র‍্যাফও।ছাত্রছাত্রীরা এস ডিপিও কে ঘিরে বিক্ষোভ দেখায় ।অভিযোগ গত সোমবার স্কুল চলা কালীন স্থানীয় তৃণ মূল নেতা সেখ আলাউদ্দিন স্কুলে ঢুকে নবম শ্রেনীর এক ছাত্র ঋজু মালিক কে স্কুল চলা কালীন মারধর করেন।

e8771dcf c249 4c3b 81eb 2d669d7ea16f আর সেই প্রতিবাদেই এদিন ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন তারা।তাদের দাবি, কেন স্কুল চলা কালীন ঐ তৃণমূল নেতা ছাত্রদের মারবে। এই নিয়েই উত্তাল হয়ে ওঠে এলাকা। পরে প্রশাসনের প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে।সূএের খবর তৃনমূল নেতাকে আটক করেছে পুলিশ।


Udayan Biswas

সম্পর্কিত খবর