বাংলাহান্ট ডেস্ক : তৃণমূল কংগ্রেসের (TMC)সভাপতি অরূপ মুখোপাধ্যায় (Arup Mukhopaddhay) গতকাল নদিয়ার কল্যাণীর(Kalyani) এলাকার বহু দোকানে অনিয়ম দেখেতে পান। বেশ অনেকদিন ধরেই তার কাছে অভিযোগ আসছিলো রেশন ডিলারদের বিরুদ্ধে। খোদ কল্যাণীর গ্রাহকরা দুর্নীতির অভিযোগ তুলছিলেন। এদিন তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মুখোপাধ্যায় এবং কল্যাণী থানার পুলিশ অনেক রেশনের দোকানে হানা দেয়। সরকারএর দেওয়া আটার সঙ্গে অন্য আটা মিশিয়ে বিক্রি করছেন গমকল মালিকরা। এছাড়াও খাবারের মান অনেক খারাপ এরকম বহু অভিযোগ আসছিলো তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মুখোপাধ্যায়ের কাছে। আর এরপরে তিনি বাধ্য হয়ে এই পদক্ষেপ নেন।
কল্যাণী সীমান্ত এলাকার একটি গমকল দোকানে হানা দেন অরূপ মুখোপাধ্যায়
খোঁজ মিলতেই কল্যাণী সীমান্ত এলাকার একটি গমকল দোকানে হানা দেন অরূপ মুখোপাধ্যায়। আর সেখান থেকেও উদ্ধার হয় বেশ কিছু সরকারি গমের প্যাকেট। কিন্তু এইদিন ওই গম কলের মালিককে জিজ্ঞাসা করার পর তিনি অবশ্য বলতে পারেন নি কোন দোকান থেকে তিনি এই গম কিনেছিলেন। এদিন ওই এলাকার অনেক দোকানে ঘোরেন অরূপ বাবু। আর এরপরেই কল্যাণী ২ নম্বর বাজারের একটি গমকল থেকে একসাথে অনেক গম উদ্ধার করে পুলিশ। আর তারপরেই মহকুমাশাসকের কাছে দোকান সিল করার আবেদন জানাবেন বলে জানান তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মুখোপাধ্যায়।
খাদ্য দফতরের নির্দেশিকা
রেশন দোকান চালাতে হলে লাইসেন্স ছাড়াও ডিলারের নিজস্ব চাল-গম-তেল রাখার গুদাম থাকা বাধ্যতামূলক এমনটাই জানিয়েছে খাদ্য দফতর। আর দোকানের খরিদ্দারকে দিতে হবে রশিদ, আর তাদের সামনে থাকবে ডিসপ্লে বোর্ড। বোর্ডে লেখা থাকবে কোন দিন থেকে কত চাল-গম, চিনি বা কেরোসিন বণ্টন করা হবে, মাথাপিছু তার পরিমাণ কত। এই নির্দেশ দেওয়া হয়ে কিন্রু তার কোনোটাই মানা হয়নি।