বাংলা হান্ট ডেস্কঃ রামনবমীর মিছিলে হামলার (Ram Navami Rally Attack) ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদ। বুধবার মুর্শিদাবাদের (Murshidabad) শক্তিপুরে রামনবমীর মিছিলে হামলা চালানো হয়। সেই ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। ভোটের আবহে এই নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এসবের মাঝেই এক বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বৃহস্পতিবার রায়গঞ্জের প্রচারসভা থেকে তৃণমূল (TMC) নেত্রী বলেন, ‘এই ঘটনা কারা ঘটিয়েছিল? আমি চ্যালেঞ্জ করে বলছি এটা বিজেপি করেছে। অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল করার অধিকার কে দিয়েছে? মা দুর্গাও দেননি। এই ঘটনার জেরে আহত হয়েছেন ১৯জন। ওসি চোট পেয়েছেন। মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। একটা সম্প্রদায়ের মানুষদের নিশানা করা হয়েছে’।
এরপরেই ডিআইজিকে (মুর্শিদাবাদ) সরানো নিয়ে নির্বাচন কমিশনকে তোপ দাগেন মমতা। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘কেন ঘটনার আগের দিনই ডিআইজিকে (মুর্শিদাবাদ) সরিয়ে দেওয়া হল? এই পরিকল্পনা করার জন্য নাকি? পরের দিন যাতে নাটক করতে পারে’।
আরও পড়ুনঃ রামনবমীর মিছিলে আক্রমণ ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদ! এবার চরম পদক্ষেপ শুভেন্দু অধিকারীর!
কথার ফাঁকেই নিজের ফোন থেকে শক্তিপুরের ওসির চোটের ছবি দেখান মুখ্যমন্ত্রী। তৃণমূল নেত্রী সুর জোর গলায় বলেন, ‘আমি প্রমাণ সহ বলছি, যারা মিথ্যে কথা বলছে, তাঁদের পুরোটা দেখা উচিত। আপনারা আক্রমণ করলেন, আপনারা মারলেন, বিজেপি বিধায়ক আক্রমণ করেছে, তাঁকে কেন গ্রেফতার করা হবে না?
এরপর ডিআইজি বদলি প্রসঙ্গে মমতা বলেন, যে মানুষটা জায়গাটাকে এত ভালো করে চিনতো, তাঁকে ঘটনার আগের দিন সরিয়ে দিতে হল! সেদিন তো ভোটও ছিল না, মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, গতকাল রামনবমীর মিছিলে হামলার পর এলাকায় প্রশাসনের তরফ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বহরমপুর-শক্তিপুর সীমান্তে শুরু হয়েছে পুলিশের নাকা চেকিং, টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আবার এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই এই প্রেক্ষিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখেছেন নন্দীগ্রামের বিধায়ক।