সবাইকে একটা করে বন্দুক দিয়েছেন মমতা ব্যানার্জী! সিদ্দিকুল্লাহকে পাশে নিয়ে বিতর্কিত মন্তব্য TMC নেতার

বাংলা হান্ট ডেস্কঃ ‘নির্বাচন কমিশন ভোট ঘোষণা করে দিয়েছে। আমরা সবাই তৃণমূলের সৈনিক। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যকের কাঁধে একটি করে বন্দুক ঝুলিয়ে দিয়েছেন। আমরা এখন যুদ্ধে নেমেছি।” মন্তেশ্বরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীর পাশে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এলেন তৃণমূল নেতা মহম্মদ ইসমাইল। ওনার এই বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্য রাজনীতি তোলপাড়। যদিও নিজের ভুল মানতে নারাজ তৃণমূল নেতা মহম্মদ ইসমাইল। তিনি বলেন, ‘এতে এত উত্তেজিত হওয়ার কিছুই নেই। আমরা গোটা বছর মানুষের পাশে থাকি, আর মানুষও আমাদের পাশে আছে।”

tmc leader 5

আরেকদিকে, মন্ত্রী তথা আসন্ন নির্বাচনে তৃণমূলের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে কমিশনের অনুমতি ছাড়াই সভা করার অভিযোগ উঠেছে। যদিও তৃণমূল নেতা মহম্মদ ইসমাইল জানিয়েছেন যে, তাঁরা কমিশনের কাছ থেকে অনুমতি নিয়েই এই সভা করেছে।

জানিয়ে দিই, মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে ২০১৬ এর নির্বাচনে তৃণমূল প্রার্থী সৈকত পাঁজা ঘাসফুল চিহ্নে জয়লাভ করেছিলেন। কিন্তু ২০২০-র ডিসেম্বর মাসে মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি বিজেপিতে যোগ দেন। আর এবার এই আসন থেকে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে টিকিট দেওয়া হয়েছে। ২০১৬-র নির্বাচনে সিদ্দিকুল্লাহকে মঙ্গলকোট আসন থেকে প্রার্থী করা হয়েছিল। সম্প্রতি অনুব্রত মণ্ডলের সঙ্গে সিদ্দিকুল্লাহর কলহ সামনে আসার পর মঙ্গলকোট থেকে সরিয়ে সিদ্দিকুল্লাহকে মন্তেশ্বরে আনা হয়। কিন্তু সেখানেও তৃণমূল প্রার্থীকে নিয়ে ক্ষোভ দেখা যায়।

মন্তেশ্বরের তৃণমূল কংগ্রেসের একাংশ সিদ্দিকুল্লাহ চৌধুরীকে প্রার্থী হিসেবে মেনে নেবে না বলে জানিয়েছিল। কিন্তু বিগত দু’দিন ধরে একের পর এক বৈঠক করে বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের মানভঞ্জনে সক্ষম হয়েছেন সিদ্দিকুল্লাহ। আর এরপর রবিবার তৃণমূলের নেতাদের নিয়ে কুসুমগ্রামে একটি পথসভা করেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। আর এই সভা কমিশনের অনুমতি ছাড়াই করার অভিযোগ উঠেছে। যদিও তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর