‘মোদী জনপ্রিয় নেতা, নিজের করিশ্মাতেই ক্ষমতায় এসেছেন’, দেবাংশুর কণ্ঠে মোদী স্তুতি! ‘থ’ সবাই

বাংলা হান্ট ডেস্কঃ শাসক দল তৃণমূল কংগ্রেস মুখপাত্র তথা দলের তথ্যপ্রযুক্তি (আইটি) সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattarcharya)! নিজের সোশ্যাল মিডিয়ায় সর্বদা অ্যাকটিভ। সিপিএম, কংগ্রেস বা বিজেপি সমাজমাধ্যমে বিপক্ষকে বিঁধতে এক্কেবারে ওস্তাদ তৃণমূলের এই যুব নেতা। নিজের সোশ্যাল মিডিয়া প্রেসেন্সের মাধ্যমে সকল অনুরাগীদের মাতিয়ে রাখেন দেবাংশু।

তার আক্রমণের তালিকায় সর্বদা একটি নাম থাকবেই। সেটি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বহুবার বহু ইস্যুতে তিনি আক্রমণ শানিয়েছেন নমোকে। তবে এদিন সেই চিত্রটা খানিক বদলে গেল। এই প্রথমবার বাংলাহান্টের ক্যামেরার সামনে এই দেবাংশুর কণ্ঠেই মোদী স্তুতি। ‘নরেন্দ্র মোদী জনপ্রিয় নেতা’। ঠিক একথাই শোনা গেল তৃণমূল মুখপাত্রের মুখে। যা শুনে ভিরমি খাচ্ছেন অনেকেই।

   

ঠিক কী কী বললেন দেবাংশু? লোকসভা নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর প্রসঙ্গ উঠলে দেবাংশু বলেন, “নরেন্দ্র মোদী একজন পপুলার লিডার। যেমন বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারের কাছে কেউ নেই। মোদী জনপ্রিয় এটা বলতে আমার কোনও সংকোচ নেই। পপুলার বলেই একক সংখাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আছেন। তবে তার ধারের কাছে এখন অনেকে চলে এসেছে। কিন্তু নরেন্দ্র মোদী এখনও পপুলার। কিন্তু পপুলারিটির জায়গা টা কমছে।”

আরও পড়ুন: ধনী ব্যবসায়ীরা ফেল! কেষ্টর কত কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ED-CBI? জমা পড়ল হিসাব

এর পরই বিরোধী জোটের প্রধান মুখ কে হবে? এই প্রশ্ন উঠলে দেবাংশু বলেন, “ইন্দিরা গান্ধী যখন পরাজিত হন তার বিপরীতে কোনও মুখ ছিল না। কোনও ফেস না থাকতেও ইন্দিরা গান্ধী হেরে গিয়েছিলেন। যখন কারও পক্ষে ভোট হয়, তখন মুখটা ফ্যাক্টর হয়। যেমন ১৪ তে হয়েছে, যেমন ১৯ এ হয়েছে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য। ২০১৪ তে মোদী নিজের করিশমাতেই জিতেছিল।”

দেবাংশুর কথায়, “আমাদের কাছে প্রধানমন্ত্রীর মুখ না থাকলেও দুটো হাত আছে, দুটো পা আছে। অবশ্যই মুখ একটা ফ্যাক্টর। তবে যখন কাউকে হারানোর জন্য ভোট হয় তখন মানুষ দেখবে আমার এলাকায় যে ভালো আছে তাকেই ভোট দেবে।”

আরও পড়ুন: ‘ডালমে কুছ কালা হ্যায়…’, অভিষেক প্রসঙ্গে হঠাৎ যা বললেন শুভেন্দু, তোলপাড় বাংলা

ইন্ডিয়া জোটের গুনগান গেয়ে আত্মবিশ্বাসী দেবাংশু বলেন, “যেমন একই শাহরুখ খান সব পাঠানের মতো হিট মুভি দেয় না, কয়েকটা জিরোর মতো ফ্লপ ও দেয়। তেমন একই নরেন্দ্র মোদী সবগুলো ২০১৪ দেবে না। কিছু ২০১৯ ও দেবে।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর