বাংলা হান্ট ডেস্কঃ আজ নন্দীগ্রামে মন্দিরে ঘুরে ঘুরে পুজো দেওয়ার সময় পিছন থেকে কেউ বা কারা এসে মুখ্যমন্ত্রীকে ধাক্কা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী এই ধাক্কাধাক্কিতে গুরতর আহত হয়েছে। ওনার বুকে, পায়ে, কোমরে এবং মাথায় আঘাত লেগেছে। আহত মুখ্যমন্ত্রীকে তড়িঘড়ি গ্রিন করিডর করে নন্দীগ্রাম থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। ওনাকে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়েছে। ওনার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে।
আরেকদিকে, মুখ্যমন্ত্রী কীভাবে আহত হলে সে নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য উচ্চস্তরীয় তদন্তের দাবি জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ারও কথা বলেছেন। প্রাপ্ত খবর অনুযায়ী, যেই সময় এই ঘটনা ঘটে সেই সময় স্থানীয় পুলিশ সেখানে ছিল না। বড়সড় প্রশ্ন উঠছে রাজ্যের প্রশাসনিক প্রধানের নিরাপত্তা নিয়েও।
আর এরমধ্যে তৃণমূলে মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে এসে উস্কানিমূলক পোস্ট করে সবাইকে হুমকিও দিয়ে ফেলেছেন। তিনি ফেসবুকে একটি পোস্ট করে লেখেন, ‘দিদির কিছু হলে আপনদের কপালে ভীষণ দুঃখ আছে..” উনি যে এই পোস্টের মাধ্যমে তৃণমূল বিরোধী সমস্ত দলকে হুমকি দিচ্ছেন সেটা বলাই বাহুল্য। কিন্তু মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে ওনাকে প্রশ্ন করতে দেখা যায়নি।
দেবাংশুবাবু আরেকটি পোস্টের মাধ্যমে লেখেন, ‘ঘটনা ১: গতকাল রাজ্যের DGP বদল করল নির্বাচন কমিশন। ঘটনা ২: আজ দিদির জনসংযোগে কোনো স্থানীয় পুলিশ ছিল না। ঘটনা ৩: আক্রান্ত দিদি।” তিনি দ্বিতীয় পোস্টের মাধ্যমে সরাসরি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধেও আঙুল তুলছেন। ওনার দুটো পোস্টই ফেসবুকে ভাইরাল হয়ে যায়।