নির্বাচনী প্রচারে বেরিয়ে টাকা বিলি করছেন তৃণমূল প্রার্থী, ছবি দেখিয়ে অভিযোগ সিপিএমের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ। চলছে ভোটদান এবং প্রচারের লড়াই। এরই মধ্যে অস্বস্তিতে পড়ল তৃণমূল (tmc) শিবির। দক্ষিণ ২৪ পরগণার ফলতার তৃণমূল প্রার্থী শঙ্কর নস্করের (Shankar Naskar) বিরুদ্ধে উঠল টাকা বিলির অভিযোগ। এই অভিযোগ তুলল সিপিএম (CPM)।

আগামী ৬ ই এপ্রিল ফালতায় নির্বাচন রয়েছে। তার পূর্বেই শাসক দলের প্রার্থীর এহেন আচরণে শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। সিপিএমের পক্ষ থেকে ছবি সহ জেলাশাসককে একটি চিঠি লিখে সবটা জানিয়ে প্রতিবাদ করা হয়েছে। চিঠিতে তাঁরা লিখেছেন, ছবিতে দেখা যাচ্ছে, নির্বাচনের আগে প্রচারে বেরিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসাধারণের মধ্যে টাকা বিলই করছেন ফলতার তৃণমূল প্রার্থী শঙ্কর নস্কর। এই অভিযোগের সত্যতা প্রমাণিত হলে, তাঁর মনোনয়ন অবিলম্বে বাতিল করা হোক।

ভোটের মুখে শাসক দলের প্রার্থী বাতিলের দাবী জানিয়েছে লাল শিবির। অভিযোগ এনেছে, নির্বাচনী প্রচারে বেরিয়ে টাকা বিলি করার। অবশ্য এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে এখনও কোন প্রতিক্রিয়া মেলেনি। তবে বাংলাহান্ট এই ছবির সত্যতা যাচাই করেনি।

X