রঙের কারখানায় অস্ত্র নিয়ে তৃণমূলের ‘তোলাবাজ’ নেতা! টাকা না দিলে ‘প্রাণে মেরে ফেলার’ হুমকি

বাংলা হান্ট ডেস্ক : ফের তোলাবাজির ঘটনায় উত্তপ্ত হাওড়া (Howrah)। একটি বেসরকারি রং প্রস্তুতকারক সংস্থার কারখানায় তোলাবাজির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। টাকা না দিলে দেওয়া হল খুনের হুমকি। কাঠগড়ায় স্থানীয় এক তৃণমূল নেতা। আতঙ্কিত কারখানার শ্রমিক থেকে শুরু করে আধিকারিকরাও।

হাওড়ার শিবপুর এলাকার একটি বহু পুরনো কারখানা এটি। কারখানাটি যে বেসরকারি রং প্রস্তুতকারক সংস্থার, সেই সংস্থার নামেই পরিচিত হয়ে উঠেছে এলাকাটিও! কর্মী সংখ্যা কয়েকশোরও বেশি।

অভিযোগ, গত রবিবার কারখানার সিকিউরিটি আধিকারিককে ফোন করেন এলাকার তৃণমূল নেতা সাজ্জাদ আলি শেখ। মোটা অংকের টাকা চাই সাজ্জাদের। এমনকী, টাকা না পেলে সবাইকে মেরে ফেলারও হুমকি দেয় সে!ঘটনা এখানেই শেষ নয়, সোমবার অস্ত্র নিয়ে কারখানায় ঢুকে পড়ে অভিযুক্ত তৃণমূল নেতা। সঙ্গে তাঁর দলবল। কারখানায় ঢুকেই তার দাবি, যত বরাত এসেছে, সব নাকি তাঁকে দিয়ে দিতে হবে। এমনকি টাকা দিতে বলা হয় লরি চালকদেরও।

tmc ,

এই রকম হুমকির পর কারখানায় যাঁরা কাজ করেন, তাঁরা রীতিমতো কাঁপতে শুরু করেন। লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়। অভিযুক্ত তৃণমূল নেতা সাজ্জাদ আলি শেখ দাবি করে, ‘শ্রমিকদের প্রাপ্য টাকা দিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। রাতের অন্ধকারে বিক্রি করে দেওয়া হচ্ছে কারখানার জিনিসপত্র। শ্রমিকদের হয়ে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু কারখানায় ঢুকতে দেওয়া হয়নি।’ সঙ্গে হুঁশিয়ারি, ‘টাকা চাওয়া কিংবা হুমকি দেবার যে অভিযোগ উঠছে তার প্রমাণ দেখাক কর্তৃপক্ষ।’ তৃণমূলের হাওড়া জেলা সভাপতি, রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের স্পষ্ট জবাব, ‘দল এধরনের কাজ বরদাস্ত করে না।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর