রেলের কন্ট্রোল রুমে ঢুকে TMC নেত্রীর দাদাগিরি! ৩ ঘণ্টা আটকে বন্দে ভারত, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ স্টপেজ বাড়ানোর দাবিতে রবিবার বীরভূমের (Birbhum) মুরারইয়ের নিত্যযাত্রীদের অবরোধ। আর সেই বিক্ষোভের জেরে প্রায় তিন ঘণ্টা আটকে থাকল নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)। বহুক্ষন অবরোধ চলার পর ১২টা নাগাদ ফের গন্তব্যের উদ্দেশে রওনা দিল বন্দে ভারত।

এদিনের এই ঘটনার জেরে জোর দুর্ভোগের মুখে পড়তে হল হাজারো যাত্রীকে। অন্যদিকে এরই মধ্যে প্রকাশ্যে এল মুরারই স্টেশনের প্যানেলরুমে শাসকদলের নেত্রী (Trinamool Congress Leader) ফাল্গুনি সিনহার দাদাগিরির দৃশ্য। অবরোধের দিন সকালে স্টেশনের প্যানেল রুমের দ্বায়িত্বে থাকা রেল কর্মীকে বের করে দিয়ে রীতিমতো সেখানের দখল নিয়ে নেয় এই TMC নেত্রী।

সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই তোলপাড়! দেখা যাচ্ছে সোজা আঙুল রেলকর্মীদের ঘর থেকে বেরিয়ে যেতে বলছেন তৃণমূল নেত্রী। চাপের মুখে পড়ে শেষমেষ ঘর ছাড়তে বাধ্য হন রেলকর্মী। তাকে পিঠে হাত দিয়ে ঘর থেকে বের করে দেন শাসকদলের ফাল্গুনী।

যদিও এই ঘটনার প্রেক্ষিতে ফাল্গুনিদেবীর দাবি, অবরোধকারীদের আন্দোলন সফল করতেই রেলকর্মীকে কন্ট্রোল রুম থেকে বের করে দিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, মুরারাাই ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের এবারের নির্বাচিত সদস্য এই ফাল্গুনি সিনহা।

গোটা ঘটনা জানাজানি হতেই রেল কর্মীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। শাসকদলের নেত্রীর এহেন আচরণে রীতিমতো ‘থ’ সকলে। উল্লেখ্য, মুররাই নাগরিক কমিটি নামক সংগঠন এদিন এই অবরোধ ডাকে। তাদের নেতৃত্বেই চলে ধরনা। আন্দোলনের ঝাঁঝ বাড়ান তৃণমূলের ফাল্গুনি সিনহা।

nalhati

জানা গিয়েছে, বিভিন্ন ট্রেনের স্টপেজ বৃদ্ধি সহ একাধিক দাবিতে এদিন সকাল থেকেই চলে অবরোধ। যার জেরে বন্দে ভারত এক্সপ্রেসের পাশাপাশি মুরারাই স্টেশনে আটকে পড়ে কাঞ্চনজঙ্ঘা, গণদেবতা, সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জারও।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর