সন্দেশখালির মহিলাদের বানানো পিঠেতে মজেছেন কুণাল! ‘রাত ১২টায় বানাতে ডাকবেন’! তোপ নেটিজেনদের

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আবহেও সন্দেশখালি (Sandeshkhali) ইস্যু নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এবার যেমন সন্দেশখালির মহিলাদের হাতে তৈরি পিঠে খাওয়ার ছবি শেয়ার করে নেটিজেনদের একাংশের কটাক্ষ শুনতে হয়েছে তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষকে (Kunal Ghosh)। কারোর দাবি, সন্দেশখালির মানুষদের তৃণমূলিদের ঘেন্না করেন, কেউ আবার লিখেছেন নাটক করছেন কুণাল।

শনিবার নিজের এক্স হ্যান্ডেলে ‘সন্দেশখালি চাউল-কথা’ অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি শেয়ার করেন তৃণমূল নেতা। ক্যাপশনে লেখেন, ‘সন্দেশখালি থেকে আসা প্রাকৃতিক ফসল সম্পদ, সেখানকার মা-বোনেদের হাতের রান্নায় হরেক পদের মেলা। নানারকম চাল, শাক, মাছ থেকে পিঠে পর্যন্ত। শনিবার টালা পারবে। পরিকল্পনা পূর্ণেন্দু বসুর’।

কুণালের এই পোস্ট দেখেই নেটিজেনদের একাংশ তোপ দেগেছেন। একজন লিখেছেন, ‘টালা পার্কে বসে না খেয়ে আপনি তো সন্দেশখালি গিয়ে খেতে পারতেন। ওখানে গিয়ে বলতেন আমি তৃণমূলের সদস্য, শেখ শাহজাহানের দলের লোক’। দ্বিতীয়জনের কমেন্ট, ‘(সন্দেশখালির মহিলারা) এটা নিজেদের ইচ্ছায় করেননি। তাঁদের কিছুটা জোর করে নিয়ে এসে এই ব্যবস্থা (করা হয়েছে)। নাহলে সন্দেশখালির মানুষ তৃণমূলিদের ঘেন্না করেন’।

আরও পড়ুনঃ ‘নেশাটাই ছাড়তে…’, ভোটের মাঝেই ‘বেফাঁস’ সন্দেশখালির BJP প্রার্থী রেখা পাত্র, একি বললেন!

আর একজন নেটিজেন আবার সরাসরি ‘নাটক’ করার অভিযোগ এনে লিখেছেন, ‘সন্দেশখালির মা-বোনেরা আপনাকে এবং আপনাদের দলের নেতাদের রান্না করে খাওয়াতে আসবেন না। কোনও ফাইভ স্টার হোটেল থেকে নিয়ে এসে নাটক করা হচ্ছে। ওদের বানানো রান্না খাওয়ার পর নেতারা আবার রাত ১২টায় পিঠে বানানোর জন্য ডাকবেন। সন্দেশখালির মা-বোনেদের এই ভয়টা তো রয়েছে। খুব শখ!’।

kunal ghosh eating food made by sandeshkhali women

প্রসঙ্গত, অতীতে শাহজাহানের বিরুদ্ধে সরব হওয়ার সময়েই সন্দেশখালির মহিলারা জানিয়েছিলেন, রাতের বেলায় তাঁদের পিঠে বানানোর জন্য ডেকে পাঠানো হতো। মদের নেশায় আচ্ছন্ন থাকতো শাহজাহান বাহিনী এবং গ্রামের মহিলাদের বিরিয়ানি, মাংস, পিঠের মতো নানান পদ বানাতে বলা হতো অভিযোগ। তাঁদের কথা না শুনলে জুটতো হুমকি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর