বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে ধুন্ধুমার দশা রাজ্যে। সম্প্রতি দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। তারপর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তকারী সংস্থার হাতে। এবার ফের কুন্তল সম্পর্কে বিস্ফোরক দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডির (Enforcement Directorate)। নামে-বেনামে কমপক্ষে ১০০টি বিলাসবহুল গাড়ির মালিক কুন্তল। ঠিক এমনই দাবি ডিরেক্টরেট সূত্রে।
নিয়োগ দুর্নীতিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন কুন্তল। এমন তথ্যই উঠে এসেছে বারবার। এবার ইডির অভিযোগ, দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account) মোট ৬ কোটি ৫০ লক্ষ টাকারও বেশি নগদে জমা করেছিলেন যুবনেতা। এমনটাই আদালতে জানিয়েছে তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, ওই দু’টিই বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট। যার একটি নেতার নিজের নামে। এবং অন্যটি তার নাবালিকা কন্যার নামে। ওই দুটি অ্যাকাউন্টেই ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে বিপুল পরিমান টাকা জমা পড়েছে। একদিকে যেখানে কুন্তল আদালতে দাবি করেছে তার কোনো সম্পত্তি নেই সেখানে ইডির দাবি বিপুল পরিমান স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক এই অভিযুক্ত কুন্তল।
ইডি সূত্রে দাবি, কুন্তলের সেই শতাধিক গাড়ি গুলি বিভিন্ন প্রভাবশালীকে ‘উপহারস্বরূপ’ দিতেন যুবনেতা। তবে কারা সেই প্রভাবশালী! কতজনকে উপহার দিয়েছেন কুন্তল? দামী উপহারের বিনিময়ে কুন্তল কী পেতেন? এইসব উত্তরের খোঁজে মরিয়া চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। সংশ্লিষ্ট সংস্থা সূত্রেই দাবি, নিয়োগ দুর্নীতির গোটা প্রক্রিয়ায় কুন্তল বড়সড় ভূমিকা পালন করলেও এই মাস্টারমাইন্ড ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
পার্থবাবুর সাথে যুবনেতার যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ইতিমধ্যেই তার প্রমান পেয়েছেন তদন্তকারীরা। পার্থবাবুর নাকতলার বাড়িতে টাকা নিয়ে যেতেন কুন্তল, এমনটাও দাবি ইডির। যত দিন গড়াচ্ছে ততই আরও গভীর হচ্ছে দুর্নীতির ইস্যু। কবে এই রহস্যের জট খুলবে সেটাই এবার দেখার বিষয়।