বাংলা হান্ট ডেস্কঃ যাদবপুর (Jadavpur University) কাণ্ডে লাগাতার বেড়েই চলেছে উত্তেজনার পারদ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ব্যাপক বিক্ষোভ-আন্দোলনের পর থেকে ক্রমাগত বেড়েই চলেছে রাজনৈতিক তরজা। এরই মধ্যে এবার যাদবপুর কাণ্ডে বাম-অতিবাম সংগঠনকে কড়া ভাষায় আক্রমণ শানালেন স্থানীয় তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তিনি বললেন, ‘মুখ্যমন্ত্রী অত্যন্ত সহনশীল। সহনশীলতার পরিচয় দিচ্ছেন, তাই যাদবপুরে পুলিশ ঢুকছে না। এইভাবে গুন্ডামি চলতে থাকলে যাদবপুরের নাম মাটিতে মিশে যেতে খুব বেশি সময় লাগবে না।’
যাদবপুর (Jadavpur University) কাণ্ডের পর হুঁশিয়ারি সায়নীর
সায়নীর মতো একইসাথে বক্তব্যের ঝাঁঝ বাড়ালেন, তৃণমূলের মদন মিত্রও। সরাসরি এসএফআইকে তোপ দেগে তিনি বললেন, ‘ঘটনা যেদিকে যাচ্ছে তাতে এসএফআইয়ের নেতারা বাড়িতে ঢুকতে পারবেন কিনা সহেন্দ আছে।’ যাদবপুরের (Jadavpur University) অশান্তির ঘটনায় শুরু থেকেই সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে বিক্ষোভের ঘটনার পর রীতিমতো রাস্তায় নেমে সরব হয়েছিল তৃণমূল। সেইসাথে চলছে এসএফআইয়ের উদ্দেশে একের পর এক আক্রমণ, পাল্টা আক্রমণের পালা।
আরও পড়ুন: ভূতুড়ে ভোটার কাণ্ডে বড় পদক্ষেপ! এবার দিল্লির দরবারে বঙ্গ–BJP নেতারা
প্রসঙ্গত যাদবপুরে (Jadavpur University) ব্রাত্য বসুর উপর হামলার পর ওইদিন রাতে পথে নেমেছিল তৃণমূল। সেই মিছিলে পা মিলিয়েছিলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষও। এবার তিনি প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন, ‘মুখ্যমন্ত্রী চাইলে পুলিশ অনেক কিছু করতে পারত। উনি ৩৪ বছরের সিপিএম আমলের গুন্ডারাজ বন্ধ করেছেন। মুখ্যমন্ত্রী সহনশীলতার পরিচয় দিচ্ছেন বলেই যাদবপুরের পুলিশ ঢুকছে না।’
তৃণমূল নেতা মদন মিত্রের গলাতেও শোনা গেল ওই একইসুর। এসএফআইয়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে ‘চালিয়ে খেলা হবে’ স্লোগানের পরিপ্রেক্ষিতে মদন মিত্র বলেছেন, ‘ওরা বলেছে যাদবপুরে পা রাখুক। আমি বলছি পরিস্থিতি যে দিকে যাচ্ছে, আপনারা নিজের বাড়িতে পা রাখতে পারবেন কি না, সেই খবর রাখুন।’ একইসাথে তাঁর আরও হুঁশিয়ারি, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে গোটা দল চুপ করে আছে। অরূপ এক মিনিট বলেছে। আমি ৩০ সেকেন্ড বলব। একটা কানে কানে কথা বলার পর, দুটো কান তো খুঁজে পাওয়া যাবে না কথা বলার জন্য।’ প্রসঙ্গত যাদবপুরকাণ্ডে মুখ খুলেছিলেন অরূপ, রাজ চক্রবর্তীর মতো নেতারাও।