মা কালী বিতর্কঃ নিজের লোকেরাই ছাড়ছেন মহুয়ার সঙ্গ! এবার মুখ খুললেন দলের অন্যতম সাংসদ

বাংলা হান্ট ডেস্কঃ ‘কালী ( Kali) তথ্যচিত্র এবং সেই সম্পর্কিত সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া একটি পোস্টারকে ঘিরে বিগত বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত রয়েছে দেশের পরিস্থিতি। মা কালীকে সিগারেট খেতে দেখা যায় একটি পোস্টারে এবং সেখান থেকেই শুরু হয় বিবাদ। পরবর্তীতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ( Mahua Moitra) কালীকে ‘মদ ও মাংসের দেবী’ বলে আখ্যা দিলে সেই বিতর্ক আরো বৃদ্ধি পায়।

এই প্রসঙ্গে অবশ্য প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে তাঁর বক্তব্যকে সমর্থন জানানো হয়নি। একদিকে যেমন বিজেপি ক্রমশ আক্রমণ করে চলেছে আবার অপরদিকে দলেরই কেউ পাশে নেই! সব মিলিয়ে বর্তমানে অস্বস্তি বেড়ে চলেছে মহুয়া মৈত্রের আর এবার দলের আরো এক সদস্য প্রকাশ্যে তৃণমূল সাংসদের মন্তব্যের নিন্দা করে বসলেন।

উল্লেখ্য, মা কালী বিতর্কে মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যের পর গোটা রাজ্য জুড়ে শুরু হয় উত্তেজনা। বাংলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ করার পাশাপাশি থানায় থানায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করে বিজেপি। যদিও এর পরেও নিজেকে ‘মা কালীর উপাসক’ বলে দাবি করেন তৃণমূল নেত্রী এবং তিনি বলেন, “আমি যা বলেছি, তা একদম সঠিক। যদি বিজেপি পারে, তাহলে এটাকে ভুল প্রমাণ করে দেখাক। আমি কাউকে ভয় পাই না, আমি মা কালীর উপাসক।”

তবে এই বিতর্কে মহুয়ার পাশে দাঁড়ায়নি দলের কেউই। আর এবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এই ঘটনার বিরুদ্ধে প্রকাশ্যে আপত্তি জানালেন। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও বিশেষ মন্তব্য করেন তিনি।

এদিন সুস্মিতা দেব বলেন, “এ বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনওভাবে অপমান করা উচিত নয়। গোটা বাংলা জানে যে, উনি মা কালীকে নিয়ে কি ভাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিচার কেউ বদলাতে পারবে না।” এছাড়াও, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সৌগত রায় বলেন, “মা কালী তথ্যচিত্র এবং পোস্টার বিতর্কে মহুয়া মৈত্র যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণরূপে অস্বীকার্য।’

mahua 2

সব মিলিয়ে দলের কারোর সঙ্গ না পেলেও হার মানতে নারাজ মহুয়া মৈত্র। তবে ভবিষ্যতে এই বিতর্ক কোথায় গিয়ে থামে, সেদিকে তাকিয়ে দেশবাসী।


Sayan Das

সম্পর্কিত খবর