বাংলাহান্ট ডেস্ক : এক সিপিএম (CPIM) কর্মীর স্ত্রীকে ধর্ষণে চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল (TMC) বুথ সভাপতির ছেলের বিরুদ্ধে। জানা যাচ্ছে, ফাঁকা বাড়িতে মহিলার একা থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত এই ঘটনা ঘটায়। এই ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। অপরদিকে অভিযুক্তের পক্ষ থেকেও একটি অভিযোগ দায়ের হয়েছে নির্যাতিতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে।
গত ১৩ অক্টোবর এই ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারে। পুলিস সূত্রে খবর, ওই দিন বাড়িতে একাই ছিলেন মহিলা। স্বামী গিয়েছিলেন কাজে। ওই মহিলার পরিবারের দাবি, সেই সুযোগই বাড়িতে এসে মহিলার কাছে পান খেতে চায় অভিযুক্ত। এবার মহিলা পান আনতে ভিতরে যেতেই অভিযোগ, ওই যুবক ঘরে ঢুকে পড়ে। এবং মহিলা ধর্ষণের চেষ্টা করে। ঠিক সেই সময়ই মহিলার স্বামী বাড়িতে চলে আসায় পালিয়ে যায় যুবক। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই কুমারগ্রাম থানার বারবিশা ফাঁড়িতে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
নির্যাতিতা ও তাঁর পরিবারের অভিযোগ, ওই অভিযুক্ত যুবক একজন তৃণমূল কর্মী, তার উপর তার বাবা ওই বুথের সভাপতি। তাউ পুলিস কোনও পদক্ষেপ করছে না। এই বিষয়ে নির্যাতিতা মহিলা বলেন, ‘আমার স্বামী ঘরে ছিলেন না। তখন ওই ছেলেটি পান খেতে ঘরে আসে। পান দিতে যেতেই আমার উপর ঝাঁপিয়ে পড়ে। ধর্ষণের চেষ্টা করে। আমি থানায় অভিযোগ করেছি।’ মহিলার শ্বশুর জানান, ‘আমি এসে ছেলের কাছ থেকে গোটা ঘটনা শুনি। এরপর বৌমাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হয়।’
এদিকে, অভিযুক্তর যুবকের বাবা বলেন, ‘আমি কিছু জানি না। আমি কাজে গিয়েছিলাম। এসে শুনেছি। আমার ছেলে পান খেতে গিয়েছিল। ওকে ফাঁসানো হয়েছে চক্রান্ত করে।’ এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ারের চেয়ারম্যান মৃদুল গোস্বামী বলেন, ‘অভিযোগ তো হতেই পারে। প্রমাণ হলে সাজা পাবে। তৃণমূলের বুথ সভাপতির ছেলে বলে বেআইনি কাজ করবে তা তো হতে পারে না। সত্যতা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা হবে।’