তোলা না দিলে হবে না কাজ! কাটমানি না দেওয়ায় ধূপগুড়ির এক সংস্থার কাজ আটকে দিল তৃণমূল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। হাতে গোনা কিছুদিন। ভোট পূর্বে পায়ের তলার মাটি শক্ত করতে আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়ছে সমস্ত রাজনৈতিক দল। সব মিলিয়ে ভোট প্রস্তুতি যখন তুঙ্গে তখনই একের পর এক সামনে আসছে শাসকদলের নেতাদের বেফাঁস কীর্তি। এবার কাটমানি (Cut Money) না পাওয়ায় বেসরকারি সংস্থার বরাতপ্রাপ্ত কাজ আটকে দিল তৃণমূলের নেতারা (Tmc Leaders)। ঘটনা সামনে আসতেই তুঙ্গে শোরগোল।

ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি (Dhupguri) ব্লকের গাদং ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, সরকারি সমস্ত নিয়ম মেনে গ্রাম পঞ্চায়েতের অনুমতিতে কাজ শুরু করে ওই বেসরকারি সংস্থার কর্মীরা। কিন্তু তোলা চেয়ে না মেলায় অন্যায় ভাবে কাজ আটকে দেয় স্থানীয় পাঁচ তৃণমূল নেতা।

আর কি জানা যাচ্ছে? কয়েকদিন ধরেই গ্রাম পঞ্চায়েতের গোলাম মুন্সির মোড় এলাকায় কাজ চলছিল। তবে মাঝ পথে কাজ বন্ধ করে দেয় স্থানীয় ওই তৃণমূল নেতারা। যার জেরে সমস্যায় পড়েছে ওই বেসরকারি সংস্থা। পাশাপাশি আটকে দেওয়া হয়েছে সংস্থার মেশিনও।

পঞ্চায়েত ভোট পূর্বে এই বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে স্থানীয় পঞ্চায়েত প্রধান। মৌখিকভাবে গ্রাম পঞ্চায়েতের তরফে জানানোও হয়েছে ওই নেতাদের। প্রধান জানিয়েছেন এরপরেও কাজ করতে না দিলে আইনি পথে হাঁটবেন।

tmc flag

তবে ওই তৃণমূল নেতাদের সঙ্গে দলের সম্পর্ক অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। তার দাবি, যারা কাজ করতে বাধা দিচ্ছে তাদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। প্রত্যেককে চিহ্নিতে করে তাদেরকে ডাকযোগে চিঠি পাঠানো হয়েছে।

এই বিষয়ে স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি জানিয়েছেন, কাজ আটকানোর বিষয়ে তিনি কিছুই জানেন না। বিষয়টির খোঁজ নেবেন। অন্যদিকে ঘটনাকে হাতিয়ার করে ময়দানে বিজেপি। তাদের অভিযোগ, তৃণমূল মানেই কাটমানি। আর এই কারণেই যে কোনও কাজ করতে গেলে শাসকদলের নেতাদের টাকা দিতে হয়। টাকা না দিলে কাজও আটকে দেওয়া হয়।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X