বাংলা হান্ট ডেস্ক: কাটমানি বিতর্কে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মঙ্গলকোটে। কিন্তু এবার অন্য বুলি আওড়ালেন তৃণমূল নেতারা। কাটমানি নেওয়া কথা স্বীকার করলেন ঘর ভর্তি লোকের সামনেই। মঙ্গলকোটের কৈচর ২ নম্বর পঞ্চায়েতের বনকাপাসি গ্রামে ঘটনাটি ঘটেছে। তৃণমূলের অঞ্চল সভাপতি-সহ আরও তিন নেতা কাটমানি নেওয়া অন্যায়ের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন।
এদিন, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য, অঞ্চল সভাপতি-সহ ৪ তৃণমূল নেতাকে ডেকে, সালিশিসভা করা হয় কাটমানি ফেরতের দাবিতে। গ্রামবাসীদের অভিযোগ, ওই নেতারা প্রায় ৪২ জনের কাছ থেকে ২ লক্ষ ১২ হাজার টাকা কাটমানি নিয়েছেন। নেতারা স্বীকার করেন এই কাটমানি নেওয়ার কথা এবং আগামী এক মাসের মধ্যে সেই টাকা তারা ফেরত দেবেন বলে লিখিত জমাও দিয়েছেন। প্রকাশ্যে হাতজোড় করে ক্ষমা চেয়ে, তারা তাদের অপরাধ স্বীকার করেছে বলে জানা গেছে।