বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আগে ইডি-সিবিআইয়ের ‘টার্গেটে’ মহুয়া মৈত্র (Mahua Moitra)! দিনকয়েক আগেই কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর বাড়িতে হানা দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। এরপর বুধবার সামনে আসে ইডির সমন পাঠানোর খবর। বৈদেশি মুদ্রা লেনদেন সম্বন্ধিত মামলায় বৃহস্পতিবার দিল্লিতে তলব করা হয়েছিল তৃণমূল (TMC) নেত্রীকে। যদিও মহুয়া সেই সমন এড়িয়ে গিয়েছেন। শুধু তাই নয়, এদিন ভোট প্রচারে বেরিয়ে তিনি জানালেন, সিবিআই (CBI) তাঁর বাড়িতে তল্লাশি করে কিচ্ছু পায়নি।
আজ নির্বাচনী (Lok Sabha Election 2024) প্রচারের জন্য নদিয়ার নয়াচরে এসেছিলেন মহুয়া। সেখানে দাঁড়িয়েই তৃণমূল প্রার্থী বলেন, ‘সিবিআই আমার বাড়ি এসে তল্লাশি করল। বেরনোর সময় আমায় ৫টা পঞ্চনামা ধরিয়ে দিল। সেখানে লেখা রয়েছে, নো ইনক্রিমেন্টিং এভিডেন্স, নো সিজার, নো ডকুমেন্ট’। এখানেই না থেমে তিনি বলেন, সিবিআই তল্লাশি করে কিছু পেলে বুক চিতিয়ে সাংবাদিক সম্মেলন করে তা ঘোষণা করে। তবে তাঁর বাড়ি থেকে খালি হাতেই ফিরতে হয়েছে কেন্দ্রীয় এজেন্সিকে।
মহুয়ার কথায়, ‘সিবিআই আমার বাড়িতে কিছুই পায়নি। অভিযান চালিয়ে লবডঙ্কা মিলেছে। আমার বিষয়টা বেশ হাস্যকর লাগছে। মানুষের চোখে সবকিছুই পড়ছে’। তৃণমূল নেত্রীর সংযোজন, মানুষের মুখ বন্ধ করা যায় না। আমরা গণতন্ত্রে বাস করি। পাশাপাশি এও বলেন, তিনি খোলামেলা জীবনযাপন অরেন, কারোর যদি সেটা নিয়ে সমস্যা হয় তাহলে সেটা তাঁর ‘প্রবলেম’।
আরও পড়ুনঃ মমতার মৃত্যু কামনা! এবার বড় বিপাকে প্রাক্তন বিচারপতি, তৃণমূল নিল কড়া পদক্ষেপ
ভোটের আবহে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমন পাঠানো নিয়েও মন্তব্য করেন মহুয়া। তৃণমূল প্রার্থীর কথায়, ‘এই তো সবে শুরু হল। সিবিআই আসবে, ইডি আসবে। প্রধানমন্ত্রী এসেছেন। আমি সবাইকে বলি, আপনারা কৃষ্ণনগরে আসুন, সরপুরিয়া খান আর আমার ভোটটা বাড়ুক’।
প্রসঙ্গত, আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের মহুয়ার বিরুদ্ধে কৃষ্ণনগরের রাজপরিবারের কুলবধূ অমৃতা রায়কে দাঁড় করিয়েছে বিজেপি। রাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের প্রতি কৃষ্ণনগরবাসীর আবেগের কথা কারোর অজানা নয়। সেই কারণে এই কেন্দ্রে বেশ জমজমাট লড়াই হবেই বলে অনুমান ওয়াকিবহাল মহলের।