BJP-তে আসতে চেয়েছিলেন তৃণমূলের এই মন্ত্রী! এবার নাম ফাঁস করে শোরগোল ফেললেন শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ রাজনীতির আঙিনায় দলবদল কোনও নতুন বিষয় নয়। ভোটের মুখেই যেমন রাজ্যের একাধিক নেতা-মন্ত্রী ‘ফুলবদল’ করেছেন। তবে এবার রাজ্যের এক মন্ত্রীর বিষয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বছর তিনেক আগে সেই মন্ত্রী তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে আসতে চেয়েছিলেন বলে দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক।

আগামী ১৯ এপ্রিল উত্তরবঙ্গের তিনটি আসনে ভোট রয়েছে। তার আগে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে (Udayan Guha) নিয়ে এক বিরাট দাবি করলেন শুভেন্দু। সোমবার নির্বাচনী প্রচারে দিনহাটায় (Dinhata) হাজির হয়েছিলেন বিজেপি নেতা। এই বিধানসভা কেন্দ্রের তিনবারের বিধায়ক উদয়ন। তাঁর ‘গড়ে’ দাঁড়িয়েই এদিন তাঁকে নিয়ে এক বিস্ফোরক ‘খবর’ জনসমক্ষে ফাঁস করেন শুভেন্দু।

এদিন দিনহাটার সভায় দাঁড়িয়ে বিজেপি বিধায়ক বলেন, ‘উদয়ন গুহ আপনি কোথায়? আপনি বলেছিলেন, বিরোধী দলনেতা দিনহাটায় এলে নাকি বেঁধে রাখবেন। আপনি দড়ি আনুন, আমি নিরাপত্তা ছাড়াই যাচ্ছি’। এরপরেই শুভেন্দু দাবি করেন, ২০২১ বিধানসভা ভোটের (2021 Assembly Election) আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন উদয়ন।

আরও পড়ুনঃ রাম নবমী ‘দাঙ্গা করার দিন’! বোমা ফাটালেন মমতা, ভিডিও শেয়ার করে তুলোধনা অমিত মালব্যর!

শুভেন্দু বলেন, একুশের ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়ার জন্য আমার হাত ধরেছিল। একুশ সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা। বিদায়ী সাংসদ সুনীল মণ্ডলের সল্টলেকের সরকারি আবাসনে এই ঘটনা ঘটেছিল বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা। এখানেই না থেমে বিজেপি নেতা বলেন, উদয়নের জন্য চিরকাল পদ্ম শিবিরের দরজা বন্ধ থাকবে।

suvendu adhikari udayan guha

শুভেন্দু এই দাবি যদিও খারিজ করে দিয়েছেন দিনহাটার তৃণমূল বিধায়ক। উদয়ন বলেন, ‘সে তো আমিও দিন ক্ষণ স্থান ধরে অনেক কথা বলে দিতে পারি। তবে কথা বললেই তো হল, প্রমাণ দরকার। আর যদি সত্যিই এমনটা হয়ে থাকতো, তাহলে একুশের বিধানসভা ভোটের বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসে একথা বলেননি কেন?’ এরপর আরও এক ধাপ এগিয়ে উদয়ন বলেন, যদি বিজেপিতে যাওয়ার হতো তাহলে অন্য কোনও নেতার সঙ্গে কথা বলতাম। শুভেন্দুর হাত ধরার কী প্রয়োজন ছিল? প্রশ্ন করেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর