করোনায় আক্রান্ত তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা! কোয়ারেন্টাইনে পাঠানো হল ৭০ জনকে

বাংলা হান্ট ডেস্কঃ হুগলির চন্দননগরে তৃণমূল (All India Trinamool Congress) নেতার শরীরে পাওয়া গেল করোনাভাইরাস। গত রবিবার তৃণমূলের (TMC) সংখ্যালঘু সেলের নেতার শরীরে ধরা পরে এই মারক ভাইরাস। তৃণমূল নেতার শরীরে করোনা পাওয়ার পর ওনার সংস্পর্শে আসা ৭০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। নেতার শরীরে এই মারক ভাইরাস পাওয়ার পর গোটা এলাকা সিল করে দেয় প্রশাসন।

IMG 9729

আপনাদের জানিয়ে দিই, তিন-চারদিন আগেই চন্দননগর শহরে দুজনের দেহে পাওয়া গেছিল করোনার সংক্রমণ। ওই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর সেই ঘটনার রেষ কাটতে না কাটতেই তৃণমূল নেতার শরীরে করোনার সংক্রমণ পাওয়ায় আতঙ্কে এলাকাবাসী।

তৃণমূলের ওই নেতা এলাকায় ঘুরে ঘুরে ত্রাণ বিলি করতেন। স্থানীয় লঙ্গরখানার দায়িত্বও ছিল ওনারই কাঁধে। রান্না করা থেকে শুরু করে মানুষের বাড়ি বাড়ি খাওয়ার পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছিলেন তিনি। আর এই জন্য ওনার থেকে মানুষের মধ্যে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেক বেশি। সেই কারণে ওনার সংস্পর্শে আসা ৭০ জনকে ইতিমধ্যে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

তৃণমূলের ওই নেতা চন্দননগর হাসপাতালেও সময় কাটাতেন। আর সেই কারণে হাসপাতালের বেশ কয়েকটি ওয়ার্ড সিল করে দিয়েছে প্রশাসন। চলছে স্যানিটাইজ করার কাজ। এখন আশঙ্কা হল, তৃণমূলের ওই নেতার শরীর থেকে করোনা যদি কমিউনিটি স্প্রেড করে! তাহলে ঘোর বিপদের দিন আসছে চন্দননগরে।


Koushik Dutta

সম্পর্কিত খবর