কলকাতায় এসে দুর্ঘটনার মুখোমুখী মন্ত্রী বেচারাম মান্না, সংঘর্ষে আহত ৩

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বৃহস্পতিবার কিছু কাজের জন্য কলকাতায় এসে দুর্ঘটনার মুখে পড়লেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না (Becharam Manna)। মানিকতলা থেকে রাজাবাজারের দিকে মোড় নিতে গিয়ে এক ট্যাক্সির সঙ্গে সংঘর্ষ হয় তাঁর কনভয়ের একটি গাড়ির।

এই দুর্ঘটনায় মন্ত্রী কোন আঘাতপ্রাপ্ত হননি বলেই খবর। তবে ট্যাক্সিচালক এবং দুই পুলিশকর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। কিছুক্ষণ পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আর আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়।

Becharam Manna

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেচারাম মান্নার গাড়ি যখন মানিকতলা থেকে রাজাবাজারের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় উলটোদিক থেকে একটি ট্যাক্সি আসছিল। আর সেখানেই বাঁক নেওয়ার সময়, মন্ত্রীর কনভয়ের একটি গাড়ির সঙ্গে ওই ট্যক্সির সংঘর্ষ হয়।

দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই গড়ি থেকে নেমে পড়েন প্রতিমন্ত্রী বেচারাম মান্না। খোঁজ নেন আহত ট্যাক্সিচালক এবং দুই ট্রাফিক পুলিশ কর্মীর। সেইসঙ্গে খবর পেয়েই সেখানে ছুটে যান, কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা। এই দুর্ঘটনায় কিছুক্ষণ যানজট তৈরি হওয়ার পর, সবকিছু স্বাভাবিক হয়ে যায়।

X