‘এতই কম ছবি, এতই কম সফল, বাঙালি দর্শকও মনে করতে পারবেন না’, হিরণকে ধুয়ে দিলেন চিরঞ্জিত

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে তোলপাড় রাজ্য। একে একে এই নিয়ে মুখ খুলছেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীরা। ঠিক দু’ দিন আগেই বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) টলিউডে তার সহযোদ্ধাদের নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন। নেতার অভিযোগের তীর ছিল দেব, বনি, সায়নী থেকে শুরু করে টলি পরিচালক, প্রযোজকদের দিকেও। এবার এই প্রসঙ্গে পাল্টা হিরণকে ধুয়ে দিলেন বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত (Chiranjit Chakrabarty)।

কী মন্তব্য করেছিলেন হিরণ? হিরণের দাবি, “বনি সেনগুপ্ত বাচ্চা। টলিউডের ৯৯ শতাংশই দুর্নীতিগ্রস্ত। টলিউডের ৯৯ শতাংশ প্রযোজক, পরিচালক, অভিনেতা কোনও না কোনওভাবে পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে চোরেদের সরকারের সঙ্গে যুক্ত।” একসময় টলিউডে কাজ করা হিরণের মুখে এহেন মন্তব্য শুনে রাজনৈতিক সহ বিনোদন জগতেও উঠেছিল সমালোচনার ঝড়।

এবার তারই পাল্টা হিরণকে জোর কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক তথা একসময় টলিউডের প্রথম সারির দাপুটে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। এতদিন এই নিয়োগ দুর্নীতি বিতর্কে একে একে নাম লিখিয়েছেন বহু নেতা -অভিনেতা। এবার তাতে যোগ দিলেন চিরঞ্জিত। বিজেপির হিরণকে অভিনেতা হিসাবে খুব একটা গুরুত্বই দিতে চাইলেন না বিধায়ক।

ঠিক কী মন্তব্য করলেন চিরঞ্জিত? হিরণ প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, “হিরণকে আমি খুব একটা চিনি না। কী কী ছবি করেছে তার নামও বলতে পারব না। এতই কম ছবি করেছে, এতই কম সফল, বাঙালি দর্শকও বোধহয় মনে করতে পারবেন না। যাই হোক তবু ইন্ডাস্ট্রিতে আছেন।” এরপর সোজাসুজি প্রশ্ন তুলে বলেন, “দুর্নীতির সঙ্গে যোগ না থাকলে এত কিছু হিরণ জানলেন কী করে?”

chiranjit hiran

হিরণের দুর্নীতি নিয়ে করা মন্তব্যেই পাল্টা তাকে বিঁধে চিরঞ্জিত বলেন, “আমার মনে হয় ও কিন্তু এই ৯৯ শতাংশের মধ্যেই পড়ে। কোরাপশনটা বোধহয় ওর অন্যদের থেকে আরও বেশি আছে। কারণ, তা যদি না হয় তাহলে ও এত জানবে কী করে। একজন যদি জেলে না যায় তার জেল সম্পর্কে এত ধারণা কীভাবে হবে। একজন যদি প্যারিস না যায় তার প্যারিস সম্পর্কে এত ধারণা কীভাবে হবে। যদি চোর না হয়, তাহলে চোরদের সম্পর্কে জানবে কী করে। ইডি, সিবিআইয়ের কাছে আমার অনুরোধ হিরণের সঙ্গে যোগাযোগ করুক।” পাশাপাশি হিরণ তৃণমূলে যোগ দিতে চাওয়ার পরও তাকে নেওয়া হয়নি বলে রাগে এসব বকছেন বলে মন্তব্য করেন চিরঞ্জিত।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর