রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে অপমান করা হয়েছিল, তাই চুরি হয়েছে! আজব মন্তব্য তৃণমূল বিধায়কের

বাংলাহান্ট ডেস্ক : এবার রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে চূড়ান্ত বিতর্কিত মন্তব্য করতে শোনা গেল তৃণমূল বিধায়ককে। কবিগুরুর নোবেল চুরি যাওয়া প্রসঙ্গেও সাফাই দিলেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বর্ধমানের ভাতারে৷ সেখানকার তৃণমূল কংগ্রেস বিধায়ক মানগোবিন্দ অধিকারীর এহেন বক্তব্যের পর কার্যতই তোলপাড় বিভিন্ন মহল।

এদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান মানগোবিন্দ অধিকারী। সেখানে অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উঠে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়ে গিয়েছিল একটা কারণেই, সেটা হল বিশ্বকবিকে নোবেল দিয়ে অপমান করা হয়েছিল । সেই কারণেই বাংলার ছেলেরা সেই নোবেল চুরি করে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘ রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হয়েছিল বলেন বিজেপি এখন সিবিআই সিবিআই করে লাফাচ্ছে। সিবিআই সেই নোবেল এখনও খুঁজে বের করতে পারেনি । এখন আবার সেই নোবেল উদ্ধার করার জন্য বাংলার পুলিশকে লাগানো হচ্ছে । পুলিশের তরফে সিবিআইকে বলা হয়েছে আপনারা সমস্ত তথ্য দিন আমরা সেটা বের করার চেষ্টা করব । এ সমাধান সিবিআইকে দিয়ে কখনও সম্ভব নয় । বিজেপি কর্মীরা যতই লাফান না কেন। আপনারা রবীন্দ্রনাথকে জানুন, তাঁকে চিনুন। নোয়াখালির দাঙ্গার সময় রবীন্দ্রনাথ রাখি উৎসব চালু করেছিলেন। উনি হিন্দু মুসলমান বিভেদ মানতেন না। সেই কারণেই বিজেপি এত নাচছে।’

রবীন্দ্রনাথ বাঙালির আবেগের স্থান। কবিগুরুর স্থান বাঙালির হৃদয়ে। আর নোবেল চুরি যেন সেই হৃদয় ভঙ্গেরই এক রূপ। সেখানে খাস রবীন্দ্র জয়ন্তীতে তৃণমূল বিধায়কের এহেন বিতর্কিত এবং সর্বোপরি ভুল তথ্য সমৃদ্ধ বক্তব্যে কার্যতই তুমুল শোরগোল চারিদিকে। বিষয়টিকে নিয়ে ছিছিক্কার সর্বত্র। এহেন সুযোগে যে ঘাসফুল টিমকে বিঁধতে ছাড়েনি বিরোধী শিবির তাও বলাই বাহুল্য।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর