পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে মমতার কাছে হুমায়ুন, ‘তুমিও দুষ্টু কম না” বললেন মুখ্যমন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : শনিবার সন্ধ্যার পরই শোরগোল পড়ে যায় মুর্শিদাবাদের ভরতপুর। থানা সংলগ্ন একটি জায়গায় পুলিস বেআইনিভাবে বেড়া। দিচ্ছে। এই অভিযোগে থানা ঘেরাও করেন তৃণমূল (TMC) বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। ভরতপুরের সেই তৃণমূল বিধায়ক হুমায়ুন সোমবার বিধানসভায় এসে এবার বিস্ফোরক মন্তব্য করলেন। বিস্ফোরক সব অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠিও দিলেন তিনি।

এদিন হুমায়ুন বলেন, ‘বেলডাঙা-২, ভরতপুরের বিডিও মস্তানি করছেন। বিজেপির ভাষায় কথা বলছেন। বাদ নেই ভরতপুরের ওসিও। মুর্শিদাবাদের পুলিশ সুপারকে বলেও কাজ হয়নি। তিনিও এঁদের দলে রয়েছেন।’

পুলিসকর্তা এবং আমলাদের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ নিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন হুমায়ুন। হুমায়ুন এদিন সমস্ত এসপি এবং বিডিওদের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক বিষয়ে অভিযোগ জানান মুখ্যমন্ত্রীর কাছে।

এরই সঙ্গে সময়ও বেঁধে দেন হুমায়ুন। তিনি বলেন, সাত দিনের মধ্যে যদি এঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এদের কী ভাবে সোজা করতে হয় তা আমি জানি। হুমায়ুনের নিশানা থেকে বাদ যাননি রেজিনগরের বিডিও আধিকারিক। ভরতপুরের বিধায়ক হলেও হুমায়ুন আদতে রেজিনগরে বাসিন্দা। এদিন তৃণমূল বিধায়ক বলেন, রেজিনগরের বিডিও এমন সব কাজ করছেন যেন তিনি এলাকার মস্তান। এই সবটাই মুখ্যমন্ত্রীকে চিঠিতে লেখেন হুমায়ুন।

এই চিঠি দেওয়ার পরেই মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুরের বিধায়কদের বিধানসভায় নিজের ঘরে ডাকেন মুখ্যমন্ত্রী। সেখানেই হুমায়ুনের উদ্দেশে মমতা বলেন, ‘তোমার চিঠি আমি দেখে নেব। কিন্তু তুমিও কম দুষ্টু না!’

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে ছিলেন হুমায়ুন। তবে হেরে যান তিনি। মন্ত্রী হওয়ার পর ছ’মাসের মধ্যে আবার তাঁকে ভোটে দাঁড়াতে হয়। আবারও কংগ্রেসের কাছে হেরে যান তিনি। মাঝে বিজেপিতেও যোগ দেন। তারপর আবার তৃণমূলে ফেরেন। একুশের ভোটে ভরতপুর থেকে জিতে বিধায়ক হন।

Sudipto

সম্পর্কিত খবর