গুজরাতি ইউসুফকে নিয়ে তৃণমূলের অন্দরে ক্ষোভ! ‘বিরুদ্ধে ভোট করাব’, চরম হুঁশিয়ারি হুমায়ুনের

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা ভোটে জোড়াফুল প্রার্থী হিসেবে দেখা যাবে দেশের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে (Yusuf Pathan)। বহরমপুরের মতো হাইভোল্টেজ কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে। এবার তা নিয়েই ক্ষোভ উগড়ে দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল (TMC) বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। ‘বিরুদ্ধে ভোট করব’ ‘হুঁশিয়ারি’ও শোনা যায় তাঁর গলায়।

গত রবিবার ব্রিগেডের জনগর্জন সভা মঞ্চ থেকে চব্বিশের লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) প্রার্থীতালিকা প্রকাশ করেছে তৃণমূল। সেখানেই মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্র থেকে সিনিয়র পাঠানকে দাঁড় করানোর কথা ঘোষণা করা হয়। অধীর-গড়ে ইউসুফকে প্রার্থী করার পর বিরোধীরা ‘বহিরাগত’ তকমা দিতে শুরু করেছে। তবে দলের বিধায়কই যে এভাবে সুর চড়াবে তা আশা করা হয়নি। এবার তেমনটাই করলেন ভরতপুরের বিধায়ক।

জোড়াফুলের (Trinamool Congress) ‘বিদ্রোহী’ বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ইউসুফ পাঠানকে দলের প্রার্থী হিসেবে মেনে নিতে তাঁর কোনও আপত্তি ছিল না। রাজ্য নেতৃত্ব যদি তাঁদের একবার বলতেন এটা দলের সিদ্ধান্ত, মানতে হবে, তাহলে মাথা পেতে মেনে নিতেন বলেও জানিয়েছেন তিনি। তবে এমনটা হয়নি! আর সেই জন্যই দলের প্রার্থীর বিরুদ্ধেই সুর চড়ালেন তিনি।

আরও পড়ুনঃ সরকারি চাকরির পদোন্নতির তালিকায় জ্বলজ্বল করছে TMC প্রার্থীর নাম! কে এই ডাঃ শর্মিলা?

হুমায়ুন কবীর বলেন, ‘আমি বলছি, আমি এটাকে মান্যতা দিচ্ছি না, আমি মানছি না। তার জন্য নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ জানালে কী করব সেটা গোটা রাজ্যের মানুষ দেখতে পারবেন। আমি ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করব’। তাহলে কি এবার তৃণমূল ছাড়বেন তিনি? সেই জল্পনা উড়িয়ে ভরতপুরের বিধায়ক বলেন, ‘আমি নিজেই পার্টি খুলব। সেই পার্টির হয়ে লড়ব’।

humayun kabir yusuf pathan

প্রসঙ্গত, চব্বিশের লোকসভা নির্বাচনে জোড়াফুল প্রার্থী হিসেবে ইউসুফ পাঠানের নাম ঘোষণার পর তৃণমূলকে নিশানা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘কীর্তি আজাদ কোন বাঙালি আমি জানি না, ইউসুফ পাঠান কোন বাঙালি আমি জানি না। ইউসুফ পাঠান এবং মোদীজি দুজনেই গুজরাতের। মোদীজি বহিরাগত হলে এনাদের ক্ষেত্রে সেই তকমা কেন প্রযোজ্য হবে না?’

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর