সীমান্তে চাষিদের উপর অত্যাচার চালাচ্ছে BSF! বিধানসভায় বিস্ফোরক দাবি ইদ্রিস আলির

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার রাজ্য বিধানসভায় বিএসএফের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি করলেন ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি (Idris Ali)। মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার চাষিদের উপর ‘অত্যাচার চালাচ্ছে’ বিএসএফ (BSF), বুধবার বিধানসভায় ঠিক এমনটাই দাবি করলেন তৃণমূল বিধায়ক।

বিধানসভায় সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ইদ্রিস জানান ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় চাষীরা বিএসএফ বাহিনীর অত্যাচারের শিকার হচ্ছে , ভারতীয় চাষিরা যাতে তাদের জমিতে চাষ করা ফসল কেটে নিয়ে আসতে পারেন, সেই বিষয়ে দ্রুত সুষ্ঠ ব্যবস্থা করার জন্য আবেদন জানান ভগবানগোলার তৃণমূল বিধায়ক।

কি কি অভিযোগ করেছেন বিধায়ক? ভগবানগোলা বিধানসভার আখেরিগঞ্জ, হনুমন্তনগর এবং খড়িবোনা অঞ্চলের উত্তর পূর্বে নির্মল চর, আরাজি ভাটপাড়া এবং ডিহি ডুমুরিয়া মৌজায় প্রায় দেড় হাজার বিঘা জমি রয়েছে ভগবানগোলা বিধানসভা এলাকার বাসিন্দা চাষিদের। বর্তমানে ওই সব জমিতে সর্ষে, কলাই ইত্যাদি ফসল রয়েছে। কিন্তু জমির মালিক তথা চাষিরা সেই ফসল কেটে বাড়ি নিয়ে আসতে পারবেন কি না, তা নিয়ে আতঙ্কে রয়েছেন। প্রতি বছরই এলাকার চাষিরা জমিতে ফসল লাগান কিন্তু পড়শি দেশ থেকে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়া দুষ্কৃতীরা সেই সব ফসল কেটে বাংলাদেশে নিয়ে চম্পট দেয় ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানের চাষীরা।

সাথেই তিনি জানান, “ভগবানগোলা বিধানসভা এলাকার চাষিরা সীমান্তবর্তী এলাকায় তাদের জমিতে চাষ করতে গেলে সীমান্তরক্ষী বাহিনী তাদের উপর অত্যাচার করে। এমনকি, বিএসএফের একদল জওয়ান তাদের দিয়ে ব্যক্তিগত কাজও করিয়ে নেন।” তিনি আরও বলেন “আমার বিধানসভা এলাকা ভগবানগোলা সীমান্তবর্তী হওয়ায় চাষিরা খুব সমস্যায় আছেন। তাই এই প্রসঙ্গটি বিধানসভায় তুলেছি। আশা করছি, এ বার এর সুরাহা হবে।”

idris ali

তবে তৃণমূল বিধায়ক জানান , “বিএসএফ জওয়ানদের মধ্যে সকলেই খারাপ নন। দু’-একজনের খারাপ কর্মের ফলে সকলের নাম জড়াচ্ছে ।

অন্যদিকে বিধায়কের অভিযোগ নিয়ে কোনো ভ্রূক্ষেপই নেই এলাকার বিএসএফ কর্তাদের। এই প্রসঙ্গে তাদের প্রশ্ন করা হলে কেউই মুখ খুলতে চাননি। বিধায়কের অভিযোগের বিষয়টি মেসেজের মাধ্যমে জানানো হয় বিএসএফের দক্ষিণবঙ্গের ডিআইজিকেও। তবে এ বিষয়ে তিনিও কার্যত মুখে কুলুপ এঁটে রয়েছেন বলে জানা গিয়েছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর