বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। ভোটের আগে এদিন দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচিতে গিয়েছিলেন বড়ঞার তৃণমূল বিধায়ক (TMC MLA) জীবন কৃষ্ণ সাহা (Jiban Krishna Saha)। কিন্তু সেখানে গিয়েই ঘটল আরেক ঘটনা। চিনতে না পেরে বিধায়ককে মুখের ওপর ‘চোর’ বলে দিলেন স্থানীয় এক বৃদ্ধ। তারপরই শোরগোল তুঙ্গে।
বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের করুন্নরুন গ্ৰাম পঞ্চায়েতের মান্দ্রা উচ্চ বিদ্যালয়ে। জানা গিয়েছে, এদিন দুয়ারে সরকার ক্যাম্পে বার্ধক্য ভাতার আবেদন করতে এসেছিলেন এক স্থানীয় বৃদ্ধ। তবে ক্যাম্পের কর্মীরা তাকে জানান, বার্ধক্য ভাতার আবেদন এখন করা যাবে না। কাজ না হওয়ায় শিবির থেকে ফিরে যাচ্ছিলেন তিনি। সেই সময়ই পথে বিধায়কের মুখোমুখি হন বৃদ্ধ।
বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে না চিনেই তার কাছে সমস্ত সমস্যার কথা খুলে বলেন তিনি। বিধায়ক নাকি তাকে আবেদনের পদ্ধতিও বোঝানো শুরু করেন। তবে এরই মধ্যে হঠাৎ জীবনকৃষ্ণ সাহাকেই ‘চোর’ বলে ওঠেন বৃদ্ধ। বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে তাকেই বলতে শুরু করেন, লাখ লাখ টাকা চুরি করে নিচ্ছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ। পঞ্চায়েত প্রধান ও বিধায়কের টানাপোড়েনের কারণে এলাকার মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
বৃদ্ধর অভিযোগ শুনে রেগে বোম হয়ে ওঠেন তৃণমূল বিধায়ক। এর পরই বৃদ্ধকে নিজের পরিচয় দেন জীবনকৃষ্ণ বাবু। শুধু তাই নয়, বৃদ্ধর অভিযোগের ভিত্তিতে বিধায়ক তাকে পাল্টা একের পর এক প্রশ্ন করতে থাকেন। পরে বৃদ্ধ জানান বিধায়ককে চিনতে পারেননি তিনি। পরে পরিস্থিতি ঠিক হলেও দুয়ারে সরকারের শিবির পরিদর্শন করতে গিয়ে প্রকাশ্যে গ্রামের প্রবীণ বাসিন্দার মুখ থেকে ‘চোর’ শুনে ব্যাপক অস্বস্তিতে পড়ে যান তৃণমূল নেতা। জানা যায় পরে বৃদ্ধর সাথে বচসায় জড়িয়ে যান শাসকদলের বিধায়ক।