বাংলা হান্ট ডেস্কঃ ইতিমধ্যেই রাজ্যে ভোটের দামামা বেজে গিয়েছে। রাত পোহালে চব্বিশের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। বাংলায় কমবেশি প্রত্যেকটি দলই প্রচারে নেমে পড়েছে। পিছিয়ে নেই তৃণমূল (TMC) বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকও (Kanchan Mullick)। দলের প্রার্থীদের হয়ে এদিন ব্যাট ধরতে দেখা যায় উত্তরপাড়ায় বিধায়ককে। তবে ভোট প্রচারে বিয়ের প্রশ্ন করতেই মেজাজ হারান তিনি!
ইতিমধ্যেই ৪২টি লোকসভা কেন্দ্রের (Lok Sabha Election 2024) প্রার্থী তালিকা ঘোষণা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পুরনো মুখের পাশাপাশি এবার একাধিক নতুন মুখের ওপর আস্থা রেখেছে দল। শ্রীরামপুর কেন্দ্র থেকে যেমন দাঁড় করানো হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। অপরদিকে হুগলির প্রার্থী ‘দিদি নম্বর ওয়ান’ রচনা। এদিন দুই প্রার্থীর হয়েই প্রচার করেন কাঞ্চন। নিজের হাতে দেওয়াল লিখন করতেও দেখা যায় তাঁকে।
এদিন শ্রীরামপুরের জোড়াফুল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে এসেছিলেন কাঞ্চন। কোন্নগরে দেওয়াল লিখন করতেও দেখা যায় অভিনেতা-বিধায়ককে। শ্রীরামপুর কেন্দ্রে কল্যাণের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের সুর শোনা যায় কাঞ্চনের কণ্ঠে। উত্তরপাড়ার বিধায়ক বলেন, ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো জিতবেনই। শ্রীরামপুরের সব মানুষ জানেন উনি কেমন কাজ করেছেন’।
আরও পড়ুনঃ হাই কোর্টের ক্ষমতা ভুলে যাবেন না! কলকাতা পুলিশ কমিশনারকে চরম ভর্ৎসনা বিচারপতির
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়েও আত্মবিশ্বাসী শোনায় কাঞ্চনকে। হুগলির সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে খানিক খোঁচা দিয়ে বলেন, ‘গত পাঁচ বছরে লকেটকে বোধহয় খুব কম দেখা গিয়েছে। সেখানকার মানুষও এটা জানে। তবে টিভিতে হোক বা যেখানেই বলুন, রচনা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষকে নিয়ে কাজ করেন, দিদিদের নিয়ে, মায়েদের নিয়ে কাজ করেন, তাতে আমার মনে হয় সহজেই মানুষের কাছে যেতে পারবেন। উনিই জিতবেন আমার মনে হয়’।
এদিকে মাস খানেক ধরে ব্যক্তিগত জীবনের জন্য সংবাদের শিরোনামে রয়েছেন কাঞ্চন। সদ্য তৃতীয়বার সাত পাকে বাঁধা পড়েছেন উত্তরপাড়ার বিধায়ক। স্ত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে তাঁর বয়সে ফারাক, বিয়ের নিমন্ত্রণ পত্রের ‘নিষেধাজ্ঞা’ নিয়ে বিস্তর চর্চা হয়েছে। এদিন ভোট প্রচারে এসে বিয়ের কথা উঠতেই একেবারে ‘কড়া’ভাবে কাঞ্চন বলেন, ‘এটা আমার ব্যক্তিগত জীবন। আমি তো প্রচারে এসেছি। পার্সোনাল জিনিস নিয়ে এখন কথা বলব না। আমার ব্যক্তিগত বিষয়ের থেকে অনেক বড় একটা লোকসভা ভোট সামনে রয়েছে। মা-মাটি-মানুষের সরকারের দিকে তাকিয়ে আগে সেটা নিয়ে ভাবা উচিত’।