বাংলা হান্ট ডেস্কঃ ফেসবুকে একটি প্রোফাইল, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা সহ বিজেপি শীর্ষ নেতৃত্বদের ছবি, আর ক্যাপশনে লেখা—”আমার পরিবার, বিজেপি পরিবার”। সেই প্রোফাইল ঘিরেই চরমে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে । কারণ, ওই প্রোফাইলটি রায়গঞ্জের তৃণমূল (TMC) বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নামে তৈরি হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, তিনি কি আবার বিজেপির দিকে পা বাড়াচ্ছেন?

‘ফেক প্রোফাইল’, অভিযোগ তৃণমূল (TMC) বিধায়কে
এই বিতর্কে মুখ খুলেছেন স্বয়ং কৃষ্ণ কল্যাণী। তাঁর দাবি, এই প্রোফাইলটি ভুয়ো। তাঁর নামে অপপ্রচার চালাতে ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে। ফেক প্রোফাইলের তথ্য জানতে পেরে তিনি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন এবং সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। এছাড়া তিনি বিজেপিকে (BJP) ইঙ্গিত করে বলেন, “এই ঘটনার পিছনে বিরোধীরা থাকতে পারে।”
আরও পড়ুনঃ কলকাতা কি আর লন্ডন হবে না? ১৪ বছর পর মমতার মন্তব্য তুলে কটাক্ষের বোমা ছুড়ল শমীক

বিজেপির পালটা খোঁচা, বাম-কংগ্রেসের কটাক্ষ
বিজেপির দাবি, বিষয়টি আসলে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বেরই ফল। সম্প্রতি পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন কৃষ্ণ। এরপর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে গুঞ্জন। বামেরা বলছে, বিজেপি-তৃণমূল একে অপরের পরিপূরক। সিপিআইএম নেতা তীর্থ দাস বলেন, ‘‘ফেক প্রোফাইল কিনা সেটা ওনারাই বলুন। তবে তদন্ত হলেই সব স্পষ্ট হবে।’’
রাজনীতির পর্যবেক্ষকদের মতে, লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের (TMC) একাংশের অস্বস্তি বারবার প্রকাশ্যে এসেছে। কৃষ্ণ কল্যাণীর নামেও সেই তালিকায় নতুন সংযোজন। প্রশ্ন উঠছে—এই বিতর্ক আদৌ কোনও ‘সেটিং’ না কি সত্যিই ফেক প্রোফাইলের পিছনে চক্রান্ত? সময় বলবে।