আইকোর চিটফান্ড কাণ্ডে মদন মিত্র ও তাঁর ছেলেকে ডাকল CBI

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ  আইকোর, সারদা, রোজভ্যালি মামলায় তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি CBI ও ED। এখনও পর্যন্ত তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীকে এই মামলায় তলবও করা হয়েছে। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়াদের।

পার্থবাবু ও মানসবাবু কাজে ব্যস্ত থাকার কারণে তদন্তকারীদের জেরা এড়িয়েছিলেন, যার জেরে তদন্তকারীরা খোদ মন্ত্রীদের দফতরে পৌঁছে গিয়ে তাঁদের জেরা করেছিল। আর এবার তৃণমূলের আরও এক বিধায়ককে আইকোর চিটফান্ড মামলায় ডেকে পাঠাল CBI।

সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ও তাঁর ছেলেকে আইকোর মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে CBI। আজ ও আগামীকাল তাঁদের কলকাতায় সিবিআই অফিসে হাজিরা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে মদন মিত্র চিটফান্ড মামলায় জেলও খেটেছেন। আর এবার আবারও তাঁকে জেরার জন্য ডেকে পাঠানোয় অস্বস্তি বেড়েছে তৃণমূলের অন্দরে।

X