আগে বলতাম, অর্জুন আর BJP গুলি চালাচ্ছে, কিন্তু এখন বললে থুতু নিজের গায়ে পড়বে: মদন

বাংলা হান্ট ডেস্কঃ গত সপ্তাহ থেকে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে পুলিশ প্রশাসন, একের পর এক বিষয় নিয়ে সরব হয়েছেন শাসকদলের একাধিক নেতা-মন্ত্রী। এই দুদিন আগেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন তৃণমূল সাংসদ অর্জুন সিং (MP Arjun Singh)। আর এবার অর্জুনের সুরেই সুর মিলিয়ে হাজির কামারহাটির তৃণমূল বিধায়ক (TMC MLA) মদন মিত্র (Madan Mitra)।

গতকাল অর্থাৎ শনিবার বারাসতের রবীন্দ্রভবনে একটি স্মরণসভায় যোগ দেন তৃণমূলের মদন মিত্র। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের ভূমিকায় আঙ্গুল তোলেন বিধায়ক। শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার’ কর্মসূচি ঘিরে হামলা প্রসঙ্গ উঠলে তিনি বলেন, পুলিশের মধ্যে কোথাও কোথাও সমন্বয়ের অভাব ছিল।

তার কথায়, “পুলিশের গাফিলতির থেকে বড় প্রশ্ন হল সরকারি ক্ষমতায় যারা রয়েছেন তাদের বিরুদ্ধেই সরকারি সন্ত্রাসের অভিযোগ ওঠে। বিরোধী বিজেপি, সিপিএম, কংগ্রেস প্রায়ই অভিযোগ করছে সরকারি সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। বিরোধীরা দাবি করে বোমা, গুলি মজুত করে রেখেছে তৃণমূল। তবে অভিষেকের কর্মসূচি থাকাকালীন হামলার ঘটনার পর এটা প্রমান হয়ে গেল যে আসলে বোমা, বারুদ লুকিয়ে রেখেছিল বিরোধীরাই।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনশৃঙ্খলা ঠিক রাখতে পুলিশকে সমস্ত কিছু দিয়ে সহযোগিতা করার পরও এই ধরনের ঘটনা ঘটছে সেই নিয়ে তোপ দাগেন নেতা। অন্যদিকে বারাকপুরের সাংসদ অর্জুন সিং এর মন্তব্যকেও পূর্ণ সমর্থন জানান মদন মিত্র। প্রসঙ্গত, জামাইষষ্ঠীর সন্ধেয় বারাকপুরে সোনার দোকানে প্রকাশ্যে শুটআউটের ঘটনায় পুলিশকেই কাঠগড়ায় তুলেছিলেন অর্জুন সিং।

আর এদিন তাকে সমর্থন করেই মদন মিত্র বলেন, “আগে কিছু হলেই আমরা বলতাম, অর্জুন সিং আর বিজেপি গুলি চালাচ্ছে, গণ্ডগোল করছে। কিন্তু এখন তো অর্জুন সিং আমাদের সঙ্গে। ফলে এই মুহূর্তে, অর্জুন সিং গুলি চালাচ্ছে, বা অর্জুন সিং গণ্ডগোল পাকাচ্ছে এটা তো আমি বলতে পারছি না। বললে তো থুতু আমার গায়েই পড়বে। কারণ, আমার দল তাকে গ্রহণ করেছে।”

madan mitra

মদনের কথায়, “আমি অর্জুন সিংয়ের কথা একেবারে ফেলে দিতে পারছি না। অর্জুন সিং একটা কথা বললে সেটির বিরোধিতা করার ক্ষমতা বা অধিকার আমার নেই। কারণ আমি মুখপাত্রও নই, সাংসদও নই। ” প্রসঙ্গত, দিন কয়েক আগেই এসএসকেএম হাসপাতালের পরিষেবা নিয়ে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন মদন মিত্র। সেই রেশ কাটতে না কাটতেই এদিন ফের পুলিশের ভূমিকা নিয়ে সরব তৃণমূলের মদন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর