মোদী-শাহকে ‘দুর্যোধন-দুঃশাসন’ আখ্যা তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর, পাল্টা চরম হুঁশিয়ারি বিজেপির

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে কেন্দ্র-রাজ্য সংঘাত আকসার বর্তমান। সর্বদাই চলতে থাকে শব্দের তীর ছোড়াছুড়ি। কিছু দিন আগেই দেশের রাষ্ট্রপতি (President) দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) নিয়ে অবমাননাকর মন্তব্য করে চরম বিতর্কে জড়িয়েছেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। সেইসময় এই প্রসঙ্গে ঘাসফুল শিবিরকে রীতিমতো একহাত নিয়েছিল রাজ্য বিজেপি সহ বিরোধী দলগুলি। আর এবার মালদার তৃণমূল বিধায়িকাকে দেখা গেল কেন্দ্রের শাসকদের কটাক্ষের সুরে বিধঁতে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) ‘দুর্যোধন-দুঃশাসন’ বলে মন্তব্য করে বিতর্ক জড়ালেন মালদার মানিকচকের তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র (Sabitri Mitra)। মালদার এক সভায় এই মন্তব্য করেন তৃণমূল নেত্রী। আর এতেই গড়ালো জল। সূত্রের খবর বিধায়িকার এই মন্তব্যের প্রতিবাদে মুলতুবি প্রস্তাব আনবে রাজ্যের বিরোধী দল।

প্রসঙ্গত রবিবার মালদার রতুয়ায় এক দলীয় সভায় তৃণমূল নেত্রী বলেন , ‘‘মমতাকে শূর্পণখা বললে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দুর্যোধন-দুঃশাসন বলব।’’ শুধু তাই নয়, পাশাপাশি দেশের স্বাধীনতার জন্য গুজরাতের কোনও অবদান নেই বলে দাবি করেছেন সাবিত্রী মিত্র।

সাবিত্রীর মন্তব্যের পাল্টা জবাব দিতে সরব রাজ্য বিজেপি। সূত্রের খবর, এই মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব জমা দেবে বিজেপি পরিষদীয় দল। প্রস্তাব গৃহীত না হলে বিধানসভায় বিক্ষোভও প্রদর্শন করবেন বলে জানিয়েছেন বিজেপি বিধায়করা।

আগামী দিনে তৃণমূল বিধায়িকার এই মন্তব্যের বিরোধিতা করে বিধানসভায় নিন্দাপ্রস্তাব আনা হবে বলে সোমবারই জানিয়ে দিয়েছেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Agnimitra Shuvendu

মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘‘কোন সাহসে উনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে এ কথা বললেন। ওঁকে ক্ষমা চাইতে হবে। শাস্তি চাই। সাহস কোথা থেকে পাচ্ছেন? সাহস দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’’ সাবিত্রীর বিরুদ্ধে বিভিন্ন থানায় এফআইআর দায়ের করা হবে বলেও হুঁশিয়ারি দেন আসানসোল দক্ষিণের বিধায়িকা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর