বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, বিজেপি (Bharatiya Janata Party) ছেড়ে নিজের পুরোনো দল তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগদান করেন অর্জুন সিং (Arjun Singh), যা কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। তবে এবার সেই অর্জুনকে নিয়েই তৃণমূলের অন্দরে শুরু হলো দ্বন্দ্ব। বর্তমানে একটি অডিও ক্লিপ গোটা বাংলা জুড়ে ভাইরাল হয়ে চলেছে, যেখানে জগদ্দলের তৃণমূল কংগ্রেস বিধায়ক সোমনাথ শ্যামের (Somnath Shyam) বার্তালাপের একটি অডিও বিস্তর বিতর্কের সৃষ্টি করেছে।
তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এবং জগদ্দল এলাকার পঞ্চায়েত প্রধান অমল মণ্ডলের মধ্যে ফোনে কথোপকথনের অডিও ক্লিপের সত্যতা যাচাই করা না হলেও এর মাধ্যমে উঠে আসা বার্তালাপ তৃণমূলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বকেই প্রকাশ্যে এনেছে বলে মত বিশেষজ্ঞদের। উক্ত অডিও ক্লিপে সোমনাথবাবুকে বলতে শোনা গিয়েছে, “অর্জুন সিংয়ের টাকায় জগদ্দল বিধানসভায় কোন কাজ হবে না।” আর এরপরেই বাধে বিপত্তি!
উল্লেখ্য, কয়েক মাস পূর্বেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এনে দল ত্যাগ করেন অর্জুন সিং। পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই যোগ দেন ঘাসফুল শিবিরে।
জগদ্দল বিধানসভার কাউগাছি ২ পঞ্চায়েত এলাকার প্রধান অমল মণ্ডল। সূত্রের খবর, কয়েকদিন পূর্বেই পঞ্চায়েত এলাকার কয়েকটি প্রকল্পের জন্য অর্জুন সিংয়ের নিকট উপস্থিত হন অমলবাবু। পরবর্তীতে সেই মতো টাকাও বরাদ্দ করেন অর্জুন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে একটি অডিও ক্লিপ বর্তমানে ক্রমাগত ভাইরাল হয়ে চলেছে। ভাইরাল অডিও ক্লিপের প্রথমে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম অমলবাবুর উদ্দেশ্যে প্রশ্ন করেন যে, পঞ্চায়েত এলাকা থেকে এমপি ফান্ডের জন্য কোনরকম এপ্লিকেশন করা হয়েছে কিনা? পরবর্তীতে কেন সেই টাকা চাওয়া হয়েছে, সেই প্রসঙ্গেও প্রশ্ন ছুড়ে দেন তৃণমূল বিধায়ক।
পরবর্তীতে পঞ্চায়েত প্রধানের উদ্দেশ্যে তিনি বলেন, “জগদ্দল বিধানসভা একমাত্র বিধানসভা, যে টাকা নেবে না অর্জুন সিংয়ের। তুমি প্রত্যাহার করে নাও।” তবে অর্জুন সিং প্রসঙ্গে তৃণমূল বিধায়কের এহেন মন্তব্য কেন, সে বিষয়ে স্পষ্ট কোন ধারণা মেলেনি। এক্ষেত্রে অবশ্য সোমনাথ শ্যামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো রকম প্রতিক্রিয়া দেন নি। তবে ভাইরাল অডিও ক্লিপটি তৃণমূলের অন্দরে দ্বন্দ্বই যে প্রকাশ্যে আনলো, তা বলাবাহুল্য।