বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে সোমবার প্রকাশিত হয়েছে এসএসসি-র অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা (SSC Tainted List)। মোট ৩,৫১২ জনের নাম রয়েছে এই তালিকায়। তালিকা প্রকাশের পরই সামনে আসছে একের পর এক তৃণমূল নেতা বা তাঁদের ঘনিষ্ঠদের নাম। এবার সেই তালিকায় উঠে এসেছে এক বিধায়কের ভাইয়ের নামও। নাম প্রকাশ্যে আসতেই সরগরম রাজ্য রাজনীতি।
পঞ্চায়েতের উপপ্রধান শান্তনু মালিকের নাম রয়েছে অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকায়
বাঁকুড়ার হাটগোবিন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান শান্তনু মালিকের নাম রয়েছে অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকায় (SSC Tainted List)। শান্তনু কেবল উপপ্রধানই নন, তিনি তৃণমূল বিধায়ক নিশীথ কুমার মালিকের ভাই। এই তথ্য সামনে আসতেই বিরোধীরা প্রশ্ন তুলছে যে, “যাঁর চাকরি আদালত বাতিল করেছে, তিনি কীভাবে পঞ্চায়েতের উপপ্রধান পদে বসে আছেন?”
এই বিষয়ে শান্তনু মালিক জানান, “তিনি পঞ্চায়েতে গিয়েছেন। কিন্তু হাটগোবিন্দপুর পঞ্চায়েতে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও দেখা পাওয়া যায়নি শান্তনু মালিকের। এমনকি একাধিকবার ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।”
ভাইয়ের নাম অযোগ্য তালিকায় (SSC Tainted List) ওঠা নিয়ে প্রশ্ন করা হলে বিধায়ক নিশীথ কুমার মালিক বলেন, “আমার ভাই সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল। আমার মাধ্যমে চাকরি হয়নি। বিরোধীরা এটা নিয়ে মিথ্যা প্রচার করছে। কোর্টের মাধ্যমে চাকরি গিয়েছে। এর থেকে বেশি কিছু বলতে চাই না।” তবে এই ব্যাখ্যায় থামছে না বিরোধীরা। বিজেপির স্থানীয় নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র পাল্টা প্রশ্ন তোলেন, “অযোগ্য তালিকায় নাম থাকা এক ব্যক্তিকে পঞ্চায়েতের উপপ্রধান করতে হল! তৃণমূলে কি স্বচ্ছ ভাবমূর্তি একেবারেই উধাও?”
তালিকায় (SSC Tainted List) তৃণমূলের নামেই ভরপুর
এসএসসি-র তৈরি অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকায় (SSC Tainted List) নাম রয়েছে রাজ্যের নানা প্রান্তের তৃণমূল নেতানেত্রী ও তাঁদের ঘনিষ্ঠদের। কোচবিহারের তৃণমূল যুব সভাপতির নাম থেকে শুরু করে বাঁকুড়ার বুথ সভাপতির নামও রয়েছে এই তালিকায়। ফলে বিরোধীরা প্রশ্ন তুলছে “এটা কি কেবল কয়েকটি নাম, নাকি বৃহত্তর দুর্নীতির চিত্র?”

আরও পড়ুনঃ আজ বাড়ি বাড়ি পৌঁছে যাবে এনুমারেশন ফর্ম! কিন্তু আপনি বাড়িতে না থাকলে কী হতে পারে? জানুন…
প্রসঙ্গত, তালিকা (SSC Tainted List) প্রকাশের পর থেকেই চাপ বাড়ছে শাসক শিবিরে। অযোগ্যদের তালিকা নিয়ে রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, সেটা হল – “দুর্নীতি ঢাকতে পারবে কি তৃণমূল?”













