‘আমি ১০ লাখ লোক নিয়ে দিল্লি চলে যাব…’, হঠাৎ বড় ঘোষণা সাংসদ অর্জুন সিং-র! কারণ কী?

বাংলা হান্ট ডেস্কঃ আজ ৬ই অগাস্ট। কেন্দ্রের মোদী সরকারের (Central Government) আর্থিক বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলতে রাজ্যের প্রত্যেকটি ব্লক, পুর অঞ্চলে গণঅবস্থান কর্মসূচি পালন করা করার নির্দেশ দিয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেত্রীর আদেশ মতোই রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালন করছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।

এমনই একটি কর্মসূচি থেকে এদিন কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে ফুঁসে উঠলেন শাসকদলের নেতা অর্জুন সিং (TMC Leader Arjun Singh)। রবিবার ভাটপাড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির তরফ থেকে কাকিনাড়া মানিক পীর বাজারে গণ অবস্থানে সামিল হন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা। উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং।

সেই প্রতিবাদ মঞ্চ থেকেই আগামী ২ অক্টোবর ১০ লাখ মানুষকে নিয়ে ‘দিল্লি অভিযান’ এর কথা ঘোষণা করে দিলেন সাংসদ। দলীয় কর্মী সমর্থকদের রাজধানীতে যাওয়ার ডাক দিয়ে অর্জুন বলেন কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলার প্রতি বঞ্চনা করছে সেই বিষয়ে সাধারণ মানুষকে বোঝাতে আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি করছি।

এদিন ভরা সভা থেকে হুঙ্কার করে অর্জুন বলেন, ‘কেন্দ্র সরকার এজেন্সিকে কাজে লাগাচ্ছে আমরা আমাদের মত তার বিরোধিতা করছি।’ এরই সাথে আগামী ২ অক্টোবর ১০ লাখের অধিক মানুষ নিয়ে দিল্লিতে প্রতিবাদ কর্মসূচীর আহ্বান জানালেন তৃণমূল নেতা।

arjun singh

এদিন প্রতিবাদ মঞ্চে অর্জুন সিং এর পাশাপাশি উপস্থিত ছিলেন ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ, কাউন্সিলর অমিত গুপ্তা সহ অন্যান্য নেতারা। বাংলার প্রতি কেন্দ্রীয় সরকার এই বঞ্চনার প্রতিবাদে নিজের জেলায় একাধিক কর্মসূচি পালন করার কথাও ঘোষণা করেন সাংসদ।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর