এবার বেসুরো আরেক তৃণমূল সাংসদ, নিজের দলকেই দিলেন চ্যালেঞ্জ! বাড়ল জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচন যত এগিয়ে আসছে ততই চাপে পড়ছে শাসক দল তৃণমূল (All India Trinamool Congress)। এর আগে একজন মন্ত্রী, একজন সাংসদ এবং কয়েকজন বিধায়ক দল ছেড়ে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের তাবড় নেতারা গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। আর এরই মধ্যে বেসুরো হলেন তৃণমূলের আরেক সাংসদ।

এবার ক্ষোভ অধিকারী পরিবারে। কাঁথি পুরসভার প্রশাসকের পদ থেকে ভাই সৌমেন্দু অধিকারীকে অপসারণের পর থেকেই তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী (Dibeyendu Adhikari) ক্ষোভে ফুঁসছেন। এবার তিনি কাঁথি পুরসভার নতুন পুরপ্রশাসকের নিয়োগ অবৈধ বলে নগরোন্নয়ন দফতরের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। এবার প্রশ্ন উঠছে যে, তাহলে কি শুভেন্দু অধিকারীর মতই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবেন দিব্যেন্দু অধিকারী? এই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

dibyendu adhikari

আজ নিজের গড়ে পরপর দুটি সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। সেখানে শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথি পুরসভার প্রাক্তন প্রশাসক সৌমেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। আরেকদিকে, গতকাল সৌমেন্দু অধিকারী রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করার অনুমতি চেয়েছিলেন। ওনার আবেদন গ্রহণ করেছে আদালত। আর এরমধ্যে দিব্যেন্দু অধিকারীর বেসুরো হওয়ায় চাপে তৃণমূল কংগ্রেস।

এখন প্রশ্ন উঠছে যে, তাহলে কি অধিকারী পরিবারের সাথে তৃণমূলের এত বছরের সম্পর্ক কি ইতি হতে চলেছে? শুভেন্দু অধিকারী তো আগেই বিজেপিতে যোগ দিয়েছেন, তাহলে কি এবার বাকিরাও গেরুয়া শিবিরে? কিছুদিন আগে শুভেন্দু অধিকারী নিজেই বলেছিলেন যে, রামনবমী আসতে আসতে ওনার পরিবারেও পদ্ম ফুটবে, তাহলে কি ওনার কথা এখনই ফলতে চলেছে? নতুন বছরের শুরুতে এই নিয়ে চলছে তুমুল জল্পনা।


Koushik Dutta

সম্পর্কিত খবর