বাংলা হান্ট ডেস্কঃ কৃষকদের নিয়ে দুটি বিলে যখন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার রাজ্যসভায় বিরোধীদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন, তখন রাজ্যসভায় এক অভূতপূর্ব হাঙ্গামার সৃষ্টি হয়। প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রী তোমারের জবাবে অসন্তুষ্ট কংগ্রেস, তৃণমূল কংগ্রেস আর আম আদমি পার্টির সাংদেরা বেলে পৌঁছে যায়। সেই ওনারা মাইক ভেঙে দেন আর কাগজ ছিঁড়ে দেন। এর সাথে সাথে উপসভাপতির থেকে বিল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।
Rajya Sabha: TMC MP Derek O'Brien and other members of the House entered the well during the discussion on agriculture bills in the House today https://t.co/VltTgKOx5w pic.twitter.com/fgu0yq5cUy
— ANI (@ANI) September 20, 2020
বিল নিয়ে চর্চার সময় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার বিরোধীদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। কিন্তু ওনার জবাবে অসন্তুষ্ট তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন বেলে পৌঁছে যান আর রাজ্যসভার উপসভাপতি হরিবংশ নারায়ণকে হাউসের রুল বুক দেখান। এছাড়াও কংগ্রেস আর আম আদমি পার্টির সদস্যরাও বেলে পৌঁছান।
আরেকিদকে, কংগ্রেসের সাংসদ গোলাম নবী আজাদ বলেন, রাজ্যসভার সময় বাড়াতে হবে। সরকার চাইছে আজই যেন বিল পাশ হয়ে যায়। আর সেই সময় হাঙ্গামা করা সাংসদেরা এগিয়ে এসে মাইক ভেঙে দেন। এছাড়াও বেলের পাশে পৌঁছে উপসভাপতির থেকে বিল ছিনিয়ে নেওয়া চেষ্টা করা হয়।