বিজেপি সাংসদকে ‘বিহারি গুন্ডা’ বলে বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ আবার বিতর্কিত মন্তব্যের জেরে সংবাদ শিরোনামে উঠলেন তৃণমূল (tmc) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। অভিযোগ উঠেছে, তথ্য প্রযুক্তি মন্ত্রকের সংসদীয় কমিটির বৈঠকে বিজেপি (bjp) সাংসদ নিশিকান্ত দুবেকে (Nishikant Dubey) ‘বিহারি গুন্ডা’ বলে আক্রমণ করেছেন এই তৃণমূল সাংসদ।

যদিও স্বাভাবিক ভাবে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র নিজের দিকে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজের স্বপক্ষে যুক্তিও দেখিয়েছেন। তবে এই বিষয় নিয়ে হিন্দিভাষীদের অবমাননা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

ঝাড়খণ্ডের গোড্ডার এই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছেন, ‘তৃণমূল সাংসদের এমন মন্তব্য উত্তর ভারতীয়দের পাশাপাশি হিন্দিভাষীদের প্রতি তৃণমূলের মনোভাবের প্রকাশ করে। ”বিহারি গুন্ডা” বলে শুধু আমাকে অপমান করা নয়, গোটা হিন্দিভাষীদের অবমাননা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র’।

সেইসঙ্গে লোকসভার অধ্যক্ষের উদ্দেশ্যে একটি ট্যুইট করে নিশিকান্ত দুবে লেখেন, ‘১৩ বছরের সংসদীয় জীবনে এই প্রথমবার এতোটা ঘৃণ্য শব্দ শুনতে হল আমাকে। তবে মহুয়া মৈত্র এই ”বিহারি গুন্ডা” শব্দটি একবার নয়, তিনবার প্রয়োগ করেছিলেন’।

নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ নস্মাৎ করে দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি পাল্টা দাবি করেছেন, ‘কোরামের অভাবে সেদিন সংসদীয় কমিটির বৈঠকই হয়নি। সেখানে সদস্যরা কেউই উপস্থিত ছিলেন না। তো সেই পরিস্থিতিতে যখন সেখানে কেউ উপস্থিতিই ছিলেন না, তাহলে কিভাবে আমি তাঁর বিরুদ্ধে খারাপ মন্তব্য করলাম! এইবিষয়ে উপস্থিতির তালিকাও খতিয়ে দেখতে পারেন’।

সম্পর্কিত খবর

X