বাংলা হান্ট ডেস্কঃ পহেলগাঁও হামলার পাল্টা দিয়েছে ভারত। মঙ্গলবার মধ্যরাতে অতর্কিতে একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনা। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্য়েকে ভারতীয় সেনার (Indian Army) এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। এসবের মাঝেই বিস্ফোরক দাবি করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। অপারেশন সিঁদুরের ভুয়ো ভিডিও ছড়িয়ে দিচ্ছে বিজেপি, দাবি করলেন তিনি।
মহুয়ার (Mahua Moitra) দাবিতে শোরগোল!
বুধবার সকালে নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করেন কৃষ্ণনগরের সাংসদ। তিনি লেখেন, ‘ভারতীয় সেনাকে অপারেশন সিঁদুর-এর জন্য সাধুবাদ জানাই। জয় হিন্দ। কিন্তু বীর সেনাদের কাজকে সামনে রেখে বিজেপি মিডিয়া সেল ভুয়ো ভিডিও পোস্ট করছে যেটা নিন্দনীয়’।
মহুয়া দাবি করেন, ফেসবুকে যে ভিডিও পোস্ট করে ভারত-পাকিস্তান যুদ্ধ বলে দাবি করা হচ্ছে, সেটি আসলে গাজাকে আক্রমণের ভিডিও। তৃণমূল (Trinamool Congress) সাংসদ লেখেন, ‘ভুয়ো ভিডিও ফেসবুকে ছড়িয়ে সেটা ভারত পাকিস্তান যুদ্ধ দেখাচ্ছে। আসলে এই ভিডিওটা ইজরায়েল দেশের গাজাকে আক্রমণ করার ভিডিও’।
আরও পড়ুনঃ পাক সেনার গুলিবর্ষণে মৃত্যু ৩ ভারতীয়ের! ‘যে কোনও হামলার বদলা নেবে মোদী সরকার’! জানালেন শাহ
মহুয়ার সতর্কবার্তা, ‘সাবধান- এই স্পর্শকাতর সময়ে বিজেপি দ্বারা প্রচার করা কোনও খবর বিশ্বাস করবেন না। এরা সকলে ভুয়ো খবর ছড়াতে এক্সপার্ট’। নিজের পোস্টের সঙ্গে বেশ কিছু পোস্টের স্ক্রিনশনও শেয়ার করেছেন তৃণমূলের এই হেভিওয়েট সাংসদ।
উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগে কাশ্মীরের পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলা চালানো হয়। প্রাণ হারান ২৬ জন নিরীহ মানুষ। এরপরেই নানান মহল থেকে ‘বদলা’র দাবি উঠতে শুরু করেছিল। মঙ্গলবার গভীর রাতে পহেলগাঁও হামলার ‘যোগ্য জবাব’ দিল ভারত।
অপারেশন সিঁদুরের মাধ্যমে জঙ্গি নিকাশের পর গোটা দেশজুড়ে এখন উচ্ছ্বাসের আবহ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘জয় হিন্দ! জয় ভারত!’ এবার তাঁরই দলের সাংসদ মহুয়া (Mahua Moitra) বিস্ফোরক দাবি করলেন। ভারতীয় সেনাকে এই অভিযানের জন্য সাধুবাদ জানালেও তিনি দাবি করেন, বিজেপি ভুয়ো ভিডিও ছড়িয়ে দিচ্ছে। এহেন স্পর্শকাতর সময়ে বিজেপি দ্বারা প্রচারিত কোনও সংবাদে বিশ্বাস না করার পরামর্শ দিয়েছেন তিনি।