বাংলা হান্ট ডেস্কঃ বাংলার দুয়ারে নির্বাচন! হাতে মাত্র গোনা কয়েকদিন। তারপরই পঞ্চায়েত ভোট (Panchayat Vote)। শেষ মুহূর্তের এই সময়ে পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া সকল রাজনৈতিক দল। চলছে ঠাসা সভা-জনসভা। আর পাঁচটা নেতা-নেত্রীর মতো রবিবার প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra)। তবে দলের কাজ সেরে বাড়ি ফেরার পথেই ঘটলো বিপত্তি।
সূত্রের খবর, করিমপুরের কাঁঠালিয়া এলাকায় নেত্রীর গাড়ি গিয়ে ধাক্কা মারে এক শিশুকে (Child Injured)। যদিও সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে নেমে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ছোটেন মহুয়া। আহত শিশুটিকে নিয়ে যাওয়া হয় করিমপুর হাসপাতালে। তবে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর হাসপাতালে।
জানা গিয়েছে, সেখানে শিশুটির দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। রবিবার এই দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তবে মহুয়া মিত্রর ভূমিকায় আপ্লুত স্থানীয় মানুষজন। দুর্ঘটনার পর যত দ্রুত সম্ভব বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে ছোটেন সাংসদ। সেখানেই ছিলেন তিনি।
সাংসদ সহ স্থানীয় বাসিন্দাদের একটাই প্রার্থনা, যাতে শিশুটি দ্রুত সুস্থ হয়ে ওঠে। যেভাবে শিশুটির পাশে ছিলেন মহুয়া তাতে সাংসদকে সাধুবাদ জানাচ্ছেন সকলে। বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। এই নিয়ে এখনও পর্যন্ত মহুয়া মৈত্রর সঙ্গে যোগাযোগ করা যায়নি।