‘দিল্লিতে টাকা চাইতে ওদের অফিসে গেলে…শাড়ি টেনে ধরে’, বসিরহাট থেকে বিস্ফোরক নুসরত

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গের দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। হাতে আর দুদিনের সময়। বর্তমানে শেষ মুহূর্তের মরিয়া প্রচারে ব্যস্ত সকল রাজনৈতিক দল। এই আবহে বুধবার বসিরহাটের (Basirhat) হিঙ্গলগঞ্জে তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান (TMC MP Nusrat Jahan) পঞ্চায়েতের প্রচারে যান। সেখানে বাঁকড়া হাইস্কুলের মাঠে ভরা সভায় বক্তব্য রাখেন নেত্রী। আর সেখান থেকেই একাধিক ইস্যুতে বিজেপি সরকারকে ঝাঁঝালো আক্রমণ করেন নুসরত।

ঠিক কী কী বলেন নেত্রী? এদিন প্রকাশ্য সভা থেকে নুসরত বলেন, ‘ সাম্প্রদায়িক শক্তির সামনে আমরা মাথা নত করব না। এইটুকু বলতে পারি গত সাড়ে চারবছর চলছে। কোভিড বাদে যতবার টাকা চেয়েছি কেন্দ্রীয় সরকারের কাছে তারা কিন্তু আমাদের কোনও প্ল্যান টাকা অনুমোদন করে না। বাংলার মানুষকে ওরা একেবারে ভালোবাসে না।”

সাংসদের অভিযোগ, “ওদের অফিসে যেতে গেলে ধাক্কাধুক্কি করে যেতে হয়। আপনারা নিউজ চ্যানেলে দেখবেন। আমাদের দলের নেতা নেত্রীরা সবাই ধাক্কাধুক্কি করেই তাদের অফিসে যান। মহিলাদের শাড়ি টানছে, এদিক দিয়ে ধাক্কা দিচ্ছে, ওদিক দিয়ে ধাক্কা মারছে। সমস্ত রকমভাবে জোর দেখিয়েছে। যখন কিছুই পারে না, তখন বাড়ি বাড়িতে ইডি সিবিআইয়ের ভয় দেখায়। বাংলায় ভয়ের সরকার চলে না।’

nusrat

ডবল ইঞ্জিন সরকার নিয়েও তোপ দাগেন নেত্রী। বলন, “২০২১ এ তাদের এই ডবল ইঞ্জিন সরকারের ইঞ্জিনটাই কিন্তু ভেস্তে দিয়েছে। ওটা কবে ডুবে গিয়েছে। ৮ জুলাই বাংলার মানুষ উচিত জবাব দেবে। মুসলমান ভাই বোনেদের জন্য বলি। দিদি কিন্তু প্রাণ ভরে করেছেন। দিদি কোনওদিন এমন করেননি যে হিন্দুদের ছেলে পাবে আর মুসলমানের ছেলে পাবে না। বাংলায় আমরা সবাই ভাই ভাই। ভবিষ্যতেও দিদির ছত্রছায়ায় ভালো করেই থাকব। দিদিকে নোংরা নোংরা কথা শুনতে হয়েছে।”

নুসরত আরও বলেন, “আমরা এমন সরকার চাই যারা ভাঙাভাঙির কথা না সম্প্রীতির কথা বলে। ভালোবাসার কথা বলে। আগামী ৮ জুলাই ভালোবাসা ঢেলে দেবেন। সব জায়গায় যেন জোড়াফুলের জয় হয়। মনে রাখবেন অন্য সরকারকে ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য প্রকল্প কিন্তু আমরা পাব না। ওদের কাছে সেরকম পরিকল্পনাই নেই। কিন্তু আমাদের দিদি কিন্ত কথা দিয়ে কথা রাখে।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর