‘জীবনের সবচেয়ে…’! মহাকুম্ভে পুণ্যস্নান সেরে কী বললেন তৃণমূল সাংসদ রচনা?

বাংলা হান্ট ডেস্কঃ বিনোদন থেকে রাজনীতি, দুই দুনিয়ারই অতি পরিচিত মুখ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। চব্বিশের লোকসভা ভোটের আগে রাজনীতির জগতে নাম লেখান তিনি। বর্তমানে হুগলির সাংসদ। এবার সেই রচনাই মহাকুম্ভে (Maha Kumbh Mela) পুণ্যস্নান করলেন। ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার পর এই নিয়ে মুখ খোলেন তিনি।

মহাকুম্ভে পুণ্যস্নান সেরে কী বললেন রচনা (Rachana Banerjee)?

জানা যাচ্ছে, বসন্ত পঞ্চমীতে মহাকুম্ভে পুণ্যস্নান করেন রচনা বন্দ্যোপাধ্যায়। এরপর তৃণমূল (Trinamool Congress) সাংসদ বলেন, ‘আমার জন্য জীবনের সবচেয়ে আনন্দের একটি দিন। এই রকম একটি পুণ্য তিথিতে পুণ্যস্নান করতে আসলাম, ঠাকুরের আশীর্বাদে। বিশ্বাস করুন, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব নয়। কোটি কোটি মানুষ এখানে আসছেন। যারা আসছেন, তাঁরা জানেন এখানে ঈশ্বরের ডাক ছাড়া আসা যায় না। আমায় ঠাকুর সেই ভরসা দিয়ে পাঠিয়েছেন’।

হুগলির তৃণমূল (TMC) সাংসদ জানান, ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার পাশাপাশি বাবার জন্য তর্পণ করেছেন। রচনা বলেন, ‘আজ গঙ্গা-যমুনা-সরস্বতীর সঙ্গমে ডুব দিলাম। বাবার জন্য তর্পণ করলাম। সবকিছু করলাম। ভীষণ খুশি মনে আপনাদের সবার কাছে কলকাতায় ফেরত যাব। জীবনের সবচেয়ে বড় পাওয়া। হর হর মহাদেব’।

আরও পড়ুনঃ বুধবারই…! আরজি কর মামলায় বড় খবর! তোলপাড় বাংলা!

প্রত্যেক বছর কুম্ভমেলাতেই পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। চলতি বছরও এর অন্যথা হয়নি। তবে এবার বেশ কিছু বিপর্যয় ঘটেছে। কয়েকদিন আগে মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটে। প্রাণ হারান বহু মানুষ, আহতের সংখ্যা একাধিক। তা ঘিরে শোরগোল পড়ে যায় সম্পূর্ণ দেশে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে।

Rachana Banerjee

বসন্ত পঞ্চমীর দিনেই ফের বিপর্যয় ঘটে মহাকুম্ভে। হট এয়ার বেলুন ফেটে আগুনে পুড়ে যান ৬ জন পুণ্যার্থী। মহাকুম্ভে একের পর এক বিপর্যয়ের পর মেলার ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য সর্বদল বৈঠক ডাকার দাবিতে আজ সংসদে সওয়াল করেন অখিলেশ যাদব। এই আবহে এবার ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানালেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। গঙ্গা-যমুনা-সরস্বতীর সঙ্গমে ডুব দেওয়ার পর এটিকে ‘জীবনের সবচেয়ে আনন্দের দিন’ বলে উল্লেখ করলেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর