নকশাল আমলে এমন হত! বাড়ির সামনে সিন্ডিকেট সংঘর্ষে বিস্ফোরক সৌগত রায়

বাংলা হান্ট ডেস্কঃ সিন্ডিকেট নিয়ে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের লেকগার্ডেন্সের বাড়ির সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই গোষ্ঠী। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সংঘর্ষ এতটাই বেড়ে যায় যে, খোদ সাংসদকে বেরিয়ে আসতে হয়। এরপর সৌগতবাবু বলেন, এমন ঘটনা নকশাল আমলের পর আর দেখিনি। ওনার এই মন্তব্য নিয়ে এখন বিস্তর জলঘোলা শুরু হয়েছে।

উল্লেখ্য, কদিন আগেই তৃণমূল সাংসদ সৌগত রায় হাঁসখালি কাণ্ড নিয়ে মন্তব্য করে বলেন, একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে এমন একটি ঘটনাও ঘটা লজ্জার বিষয়। ওনার এই মন্তব্য যে রাজ্য সরকার তথা নিজের দলের বিরুদ্ধেই প্রশ্ন তুলেছিল, তা আর বলার অপেক্ষা রাখে না। আর এদিনের মন্তব্যেও তিনি নকশাল রাজের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে রাজ্য সরকারকে প্রশ্নের মুখে ফেলে দিলেন।

   

প্রাপ্ত খবর অনুযায়ী, একটি বাড়ি ভাঙার বরাত পাওয়া নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এরপর বচসা থেকে শুরু হয় হাতাহাতি আর তা ক্রমেই বড়সড় সংঘর্ষে পরিণত হয়। তৃণমূল সাংসদ সৌগত রায়ের বাড়ির সামনের একটি বাড়ি ভাঙার বরাত পেয়েছিল এক গোষ্ঠী। আর সেই নিয়েই দুপক্ষের মধ্যে তুমুল অশান্তির সৃষ্টি হয়।

হইচই হতেই বাড়ি থেকে বেরিয়ে আসেন তৃণমূলের সাংসদ। রণক্ষেত্র পরিস্থিতি দেখে তিনি নিজেই পুলিশকে খবর দেন। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় ৮ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ৬ জন। এরপর সৌগতবাবু পুলিশের কাছে আবেদন করেছেন যে, ওই বাড়িটি যেন আর না ভাঙা হয়। সৌগতবাবু বলেন, চেঁচামেচি শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখি দুই দল মারামারি করছে। এখানে ৬০ বছর ধরে রয়েছি, এমন ঘটনা আগে দেখিনি। নকশাল আমলে এমন হত।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর