বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় আজ শেষ দফার নির্বাচন চলছে। যদিও, এরপরে আরও তিনটি আসনে ভোটগ্রহণ বাকি। ওই তিনটি কেন্দ্রে আগামী ১৬ মে ভোট হওয়ার কথা। করোনায় আক্রান্ত হয়ে ওই তিন কেন্দ্রের প্রার্থী প্রয়াত হওয়ার পর ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল কমিশনের পক্ষ থেকে। তবে এবার বাংলার শাসক থেকে বিরোধী অনেক রাজনৈতিক নেতা-নেত্রীরাই করোনায় আক্রান্ত হয়েছেন। আর এরমধ্যে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডঃ শান্তনু সেন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন।
তৃণমূল সাংসদের অক্সিজেন চলছে। জানা গিয়েছে ওনার বাবাও করোনায় আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতি কেন্দ্রের মোদী সরকার আর কমিশনকে নিশানা করলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। ওনার বক্তব্য অনুযায়ী, বাংলায় আট দফার ভোটের কারণে উনি আর ওনার বাবা করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এও বলেছিলেন যে, ভগবান এদের ক্ষমা করবেন না।
বিগত কয়েকদিন ধরেই করোনা লক্ষণ দেখা দিয়েছিল তৃণমূল সাংসদের মধ্যে। করোনার পরীক্ষার পর ওনার রিপোর্ট পজেটিভ আসে। ওনার পাশাপাশি ওনার বাবারও করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। আপাতত অ্যাপেলো হাসপাতালে চিকিৎসাধীন শান্তনু সেন।
টুইটারে ক্ষোভ উগরে দিয়ে শান্তনুবাবু লিখেছেন, ‘আমাকে আজ এই জায়গায় নিয়ে আসার জন্য নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেতৃত্বে এতদিন করোনা যোদ্ধা হয়েও সুস্থ ছিলাম। কিন্তু আপনাদের এত দীর্ঘ ভোটের কারণে আমার আর আমার বাবা আজ করোনা আক্রান্ত। আমাদের গোটা পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে। ভগবান আপনাদের ক্ষমা করবে না।”
Thanks @narendramodi & ur #ECI for forcing me to take this bed in Apollo.
Under @MamataOfficial ji faught as #CovidWarrior,nothing happened.
Ur killing decision of prolonged election made me & my immunocompromised father postiive& family exposed.
Almighty will never forgive u. pic.twitter.com/fhiTy590FJ— DR SANTANU SEN (@SantanuSenMP) April 28, 2021