পদ হারালেন শান্তনু সেন! ফেসবুকে অভিমানী পোস্টে তৃণমূল সাংসদ লিখলেন, ‘হে ঈশ্বর, আমি যেন…’

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর মেডিকেল কলেজ (R G Kar Medical College) নিয়ে তুঙ্গে তরজা। সোমবার আরজি কর মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে তৃণমূল সাংসদ শান্তুনু সেনকে (TMC MP Santanu Sen) সরানো হয়। সোমবার এই নিয়ে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। অন্যদিকে ফের অধ্যক্ষ পদে ফেরানো হয়েছে সন্দীপ ঘোষকে। শান্তনুর জায়গায় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে বসানো হয়েছে তৃণমূলের চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়কে।

এই আবহেই বুধবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দীর্ঘ পোস্ট করেন তৃণমূলের প্রথম সারির নেতা তথা রাজ্যসভার সাংসদ শান্তুনু সেন। সেই নিয়েই তুমুল চর্চা। ফেসবুক পোস্টে শান্তনু লেখেন, ‘‘জীবনে যদি বার বার চোখ নয়, শুধু কান দিয়ে দেখে, একতরফা ভাবে শুধু এক জনের কথায় সিদ্ধান্ত নিলে , তা ভুল হতে বাধ্য।’’

   

তৃণমূল সাংসদ আরও লেখেন, ‘‘হে ঈশ্বর, আমি যেন সব সময় আমার সহযোদ্ধাদের, যারা আমার সঙ্গে থাকে, যারা নিঃস্বার্থ ভাবে প্রাণপাত করে তাদের সঠিক মূল্যায়ন করতে পারি আমি যেন কারও কথায় তাদের উপর কোনও অন্যায় অবিচার করে না ফেলি।”

আরও পড়ুন: সাথেই রাখুন ছাতা! কিছুক্ষণেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের ৫ জেলায়, জারি সতর্কতা

তিনি আরও লেখেন, ‘আমার অত্যন্ত বিশ্বস্ত সহযোদ্ধারা আমার কোনও আচরণে আঘাত পায়, সেই রকম ভুল কাজ যাতে আমি কখনও না করে ফেলি।’’ প্রসঙ্গত আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে বসার পরই অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন শান্তনু।

santanu sen g

শান্তনুর দীর্ঘ এই পোস্টের সঙ্গে শান্তনুর আরজিকর হাসপাতালের সাম্প্রতিক রদবদলের মিল রয়েছে এমনটাই মত বিশেষজ্ঞ মহলের। হঠাৎ তাকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষকে ফেরানোর বিষয়টি তিনি মেনে নিতে পারছেন না। তাই সোশ্যাল মিডিয়ায় এই অভিমানী পোস্ট।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর