বাংলা হান্ট ডেস্কঃ বিলাসবহুল জাহাজে পার্টি করার সময় NCB আধিকারিকের হাতে গ্রেফতার হয়েছেন শাহরুখ (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান। তাঁর সঙ্গে মাদক যোগের প্রমাণ পেয়েছে আধিকারিকরা। প্রথমে তিনদিনের হেফাজতের পর আরও ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে বাদশা পুত্রকে। যদিও, আজ আবারও তাঁর মামলায় শুনানি হবে, এরপর আদালত রায় দেবে সে জেলের ভাত খাবে, না বাড়ির বিরিয়ানি।
শাহরুখ খানের ছেলের গ্রেফতারির পর গোটা দেশ উত্তাল হয়ে উঠেছে। অনেকেই আবার এই কাণ্ডের সঙ্গে ধর্মও যোগ করে ফেলেছেন। অনেকের মতেই শাহরুখ-আরিয়ান মুসলিম বলেই তাঁকে এই ঝামেলার মধ্যে পড়তে হয়েছে। আবার অনেকের মতেই রাজনীতির শিকার হয়েছেন বাদশা পুত্র।
আর এরই মধ্যে তৃণমূলের (All India Trinamool Congress) সাংসদ তথা প্রবীণ নেতা সৌগত রায় (Sougata Roy) শাহরুখ পুত্রকে নিয়ে প্রতিক্রিয়া দেন। তাঁর মতে, শাহরুখ খান মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘনিষ্ঠ, আর সেই কারণেই হয়ত তাঁর উপর এই কোপ পড়ল। এছাড়াও তিনি বলেন, দিন কয়েক আগে আদানির বন্দর থেকে প্রচুর মাদক উদ্ধার হয়েছে, তখন আদানিকে গ্রেফতার করা হয়নি কেন? তবে তিনি এও বলেন যে, শাহরুখ পুত্রের বিরুদ্ধে করা অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, তবে NCB ব্যবস্থা নিতেই পারে, এক্ষেত্রে তাঁর বলার কিছুই নেই।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের (West Bengal) ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন শাহরুখ খান। পাশাপাশি তিনি বাংলার আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মালিকও। এর আগে বাংলার বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে দেখা গিয়েছিল। কলকাতা আইপিএল ট্রফি জেতার পর খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে এবং গোটা দলকে ইডেন গার্ডেন্সে ডেকে সম্মানিত করেছিলেন।
অন্যদিকে, সৌগত রায়ের মন্তব্যের পর পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, সৌগতবাবুর কাছে নিশ্চই আরিয়ান খান নির্দোষ সেটার প্রমাণ রয়েছে। সেই প্রমাণ পেশ করলেই তো ঝামেলা মিটে যায়।