গোয়ায় গণ্ডগোল! লুইজিনহোকে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ তৃণমূলের, তুঙ্গে জল্পনা

বাংলাহান্ট ডেস্ক : জল্পনা উঠছে তৃণমূল কংগ্রেসের (TMC) একটি সাংসদ পদ হয়ত কমতে চলেছে। রাজ্য রাজনীতির অন্দরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু কে এই সাংসদ?‌ সদ্য বিদ্রোহ ঘোষণা করা জহর সরকার নয়। তিনি তৃণমূল কংগ্রেসেই থাকছেন একথা টুইট করে নিজেই জানিয়েছেন। দলীয় সূত্রের খবর, এই সাংসদের নাম লুইজিনহো ফেলেইরো। এই মুহুর্তে তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ। আর তাঁকেই সাংসদ পদ ছাড়তে বলা হয়েছে বলে জানা যাচ্ছে।

তৃণমূল কংগ্রেস সাংসদ লুইজিনহো ফেলেইরোর কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠেছে দলের ভিতরেই। তাঁকে দলের কোনও কর্মসূচিতে পাওয়া যাচ্ছে না। এমনকী সোশ্যাল মিডিয়াতেও তাঁর কোনও সাড়া শব্দ নেই। লুইজিনহোর সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে একটা দূরত্ব তৈরি হয়েছে তা বোঝাই যাচ্ছে। এর আগে তাঁকে গোয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়।

লুইজিনহো ফেলেইরো গোয়ার নেতা। তিনি ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূল কংগ্রেস উপযুক্ত সম্মান দিয়েই তাঁকে স্বাগত জানায়। এমনকী বাংলা থেকে রাজ্যসভার সাংসদও নির্বাচিত হন তিনি। মূলত তাঁর উপর ভরসা করেই গোয়া বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে তৃণমূল কংগ্রেস। কিন্তু কাজে সেভাবে তাঁকে পাওয়া যায়নি। শুধু তাই নয়, জানা যাচ্ছে গোয়া বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চাননি ফেলেইরো। তখন থেকেই তাঁর সঙ্গে দূরত্ব বেড়ে যায় তৃণমূল কংগ্রেসের। এমনকি তিনি নিজে থেকে আর কোনও কর্মসূচিতে উদ্যোগও দেখাননি।

জানা যাচ্ছে গত ৭ সেপ্টেম্বর গোয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটি ঘোষণা করা হয়। তাতে রাজ্যের দু’জনকে যুগ্ম–আহ্বায়ক পদে বসানো হয়। বেশ কয়েকজন পদাধিকারীদের নামও ঘোষণা করা হয়। কিন্তু ওই তালিকায় নাম ছিল না লুইজিনহো ফেলেইরোর। গোয়া তৃণমূল কংগ্রেসের যুগ্ম–আহ্বায়ক সামিল ভলভাইকার ও মারিয়ানো রডরিগেস জানান, ‘‌দল সকলের সঙ্গে আলোচনা করেই কমিটি ঘোষণা করেছে। আমরা কাউকেই মিস করছি না। গোয়ার মানুষের জন্য তৃণমূল কংগ্রেস লড়াই চালিয়ে যাবে।’‌

Sudipto

সম্পর্কিত খবর