আবারও ভাঙন তৃণমূলে! ১৫ জন নেতাকে নিয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন পঞ্চায়েত প্রধান

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আবারও তৃণমূলে (All India Trinamool Congress) ভাঙন। এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গড় পূর্ব মেদিনীপুরে দল ছাড়ার ইঙ্গিত দিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি তথা পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান রামকৃষ্ণ দাস। দলের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। এমনকি তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত। আগামী দিনে ওনার হাত ধরেই বিজেপিতে যাবেন রামকৃষ্ণ দাস।

এমনকি স্বয়ং রামকৃষ্ণ বাবু নিজেই বিজেপিতে যাওয়ার কথা ঘোষণা করেছেন। তবে শুধু উনি নয়, ওনার সাথে আরও ১০ থেকে ১৫ জন তৃণমূল নেতাকে নিয়ে তিনি নতুন বছরের প্রথম মাসের দুই তারিখ বিজেপিতে যাবেন বলে জানিয়েছে।

প্রাপ্ত খবর অনুযায়ী, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হওয়ার কারণে ওনাকে দল থেকে শোকজ করা হয়। যদিও দলের শোকজের পাত্তা না দিয়ে সেই নোটিশ অবজ্ঞা করেন তিনি। এরপর তিনি দলের প্রতি ক্ষোভও উজাগর করেন।

সম্পর্কিত খবর

X