বাংলা হান্ট ডেস্কঃ আর ২৪ ঘণ্টাও বাকি নেই নির্বাচনের। তাঁর আগে নন্দীগ্রামে তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের খবর প্রকাশ্যে এল। বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আমগেছিয়া অঞ্চলে শাসক দল তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসে ভাঙচুর করার ঘটনা সামনে আসে। পার্টি অফিসের ভিতরের আসবাবপত্র ভেঙে পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর শাসক দল তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে। আরেকদিকে, বিজেপি সমস্ত অভিযোগ খারিজ করে বলেছে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তৃণমূল অভিযোগ করে জানিয়েছে যে, মঙ্গলবার মিঠুন চক্রবর্তীর সভা শেষ করে বাড়ি ফেরার সময় বিজেপির কর্মীরা তাঁদের পার্টি অফিসে আক্রমণ চালায়।
আরেকদিকে বিজেপি পাল্টা অভিযোগ করে বলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শেষ করে বাড়ি ফেরার সময় তৃণমূলের কিছু কর্মী মহিলাদের উপর আক্রমণ করে। এরপর তাঁরা নিজেরাই নিজেদের পার্টি অফিসে ভাঙচুর চালায়।
আগামীকাল দ্বিতীয় দফার নির্বাচন হতে চলেছে রাজ্যে। মোট ৩০টি আসনে নির্বাচন হবে আগামীকাল। আর ওই ৩০ আসনের মধ্যে হাইভোল্টেজ আসন হল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। ইতিমধ্যে কমিশনের তরফ থেকে নন্দীগ্রামে ২২ কোম্পানির সেনা মোতায়েন করার কথা বলা হয়েছে। এছাড়াও আজ সন্ধ্যের পর নন্দীগ্রামে ১৪৪ ধারাও জারি হতে পারে বলে খবর।