আকাশছোঁয়া দাম পেট্রোল-ডিজেলের! প্রতিবাদে আস্ত গাড়ি জ্বালিয়ে দিলেন তৃণমূল কর্মীরা

বাংলাহান্ট ডেস্ক : ক্রমাগত উর্ধ্বমুখী পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম। পরিস্থিতি এতটাই খারাপ যে একপ্রকার মাথায় হাত মধ্যবিত্তের। এই ইস্যুতে রাজ্য জুড়ে দফায় দফায় চলছে প্রতিবাদ বিক্ষোভ। এবার এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব পন্থা বাছলেন ডায়মণ্ডহারবারের সাতগাছিয়া বিধানসভার নোদাখালির তৃণমূলের নেতা কর্মীরা। প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানোর পর আগুন ধরানো হল আস্ত একটি গাড়িতেও। গাড়িটি দলেরই এক কর্মীর হলেও প্রতীকীরূপেই প্রতিবাদের জন্য আগুন লাগানো হয় তাতে।

রবিবারও রাজ্যে বেড়েছে পেট্রোল এবং ডিজেলের দাম। এদিন পেট্রোল এবং ডিজেলের দাম ৮৪ পয়সা এবং ৮০ পয়সা বেড়ে হয়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৩ টাকা ০৩ পয়সা এবং ৯৭ টাকা ৮২ পয়সা। এরই প্রতিবাদে বজবজ ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নোদাখালিতে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

সেই বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা বানিয়ে জ্বালানো হয় তা। ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান দলেরই মহিলা কর্মীরা। তারপরই প্রতিবাদের প্রতীকী স্বরূপ আগুন লাগিয়ে দেওয়া হয় একটি গোটা মারুতি গাড়িতে। ওই গাড়িটি এক তৃণমূল কর্মীরই বলে জানা গিয়েছে।

বিগত অক্টোবর নভেম্বরের পরে জ্বালানির মূল্যবৃদ্ধিতে খানিকটা লাগাম টানার সিদ্ধান্ত নেয় রাজ্য। এরপর মার্চ মাস অবধি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের কারণে আর দাম বাড়েনি পেট্রোল ডিজেলের। কিন্তু এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকেই আবারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল ডিজেল এবং জ্বালানি এলপিজি গ্যাসের দাম। এই নিয়ে দুপ্তাহে জ্বালানি তেলের দাম বাড়ল ৮ টাকারও বেশি। বিষয়টি নিয়ে যে মোটেই ভাবিত নয় কেন্দ্র তাও একপ্রকার পরিষ্কার হয়েই গিয়েছে সাধারণ মানুষের কাছে। এহেন লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে যে চূড়ান্ত সমস্যার মুখে মধ্যবিত্ত থেকে সাধারণ মানুষ, তা আর বলার অবধি রাখে না।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর