বাংলা হান্ট ডেস্কঃ ৭ মে তৃতীয় দফার লোকসভা ভোট। আর তার মাঝেই কুণাল ঘোষকে (Kunal Ghosh) দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিল তৃণমূল। এই নিয়ে বুধবার একটি বিবৃতি জারি করেছে বাংলার শাসক দল। দলের অন্যতম জনপ্রিয় মুখ, এতদিনের সৈনিক কুণালকে পদ থেকে সরাতেই রাজ্য-রাজনীতিতে তুঙ্গে চৰ্চা। আর এসবের মাঝে পরিস্থিতি আরও উত্তপ্ত করল এক ভাইরাল হওয়া হোয়াটস্যাপ মেসেজ।
‘কুণাল ঘোষকে দল থেকে সাসপেন্ড করতে বলুন মমতা বন্দ্যোপাধ্যায়কে।’ বুধবার তৃণমূল সাংসদ তথা উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পাঠানো এমন অনুরোধের হোয়াট্সঅ্যাপ বার্তা এখন নেট দুনিয়ায় ভাইরাল। সেই অনুরোধের জবাবে সুদীপ লিখেছেন, ‘আচ্ছা বলব।’ আর ঘটনাচক্রে, বুধবারই কুণালকে দলীয় পদ থেকে সরিয়ে দিল তৃণমূল।
কিন্তু কে এই হোয়াট্সঅ্যাপ বার্তা পাঠালো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে? জানা গিয়েছে সারা বাংলা আতশবাজি সমিতির নেতা বাবলা রায় কুণালকে যাতে দল থেকে বের করে দেওয়া হয় এমন অনুরোধ জানান সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। কুণালকে সাসপেন্ড করার অনুরোধ জানিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে মেলও পাঠিয়েছেন বলে সুদীপকে জানান। একই সঙ্গে প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকেও তিনি এই নিয়ে অনুরোধ করেছেন বলে বলেছেন।
ভাইরাল হওয়া সেই হোয়াট্সঅ্যাপ বার্তার সত্যতা যাচাই করে নি বাংলা হান্ট। তবে সুদীপকে পাঠানো বার্তা যে তারই, সে কথা নিজ মুখেই স্বীকার করে নিয়েছেন বাবলা। তিনি বলেন, ”কুণাল দলের ক্ষতি করছেন। তাই আমি নেত্রী ও সুদীপদাকে অনুরোধ করেছি। যে দলকে বাঁচাতেই এমন বার্তা পাঠিয়েছিলাম।’
আরও পড়ুন: আজ থেকে ৭ তারিখ পর্যন্ত টানা বৃষ্টিতে ভিজবে রাজ্য, কালবৈশাখী কোথায় কোথায়? আবহাওয়ার খবর
বাবলা আরও বলেন, ‘সুদীপদা আমার কথা রেখেছেন। আর আমি যা করেছি বেশ করেছি। আবারও বলব, কুণালকে দল থেকে বার করে দেওয়া হোক।” ইতিমধ্যেই এই হোয়াটস্যাপ বার্তার কথা কুণালও সমাজমাধ্যম থেকে জানতে পেরেছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন।